স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডির ম্যাচটি জিম্বাবুয়ের আরেকটি জয় দিয়ে শেষ হলেও আলাদা করে আলো কেড়ে নিলেন একজন—সিকান্দার রাজা। ব্যাট হাতে আগেই প্রতিষ্ঠিত, কিন্তু এবার তিনি টি–টোয়েন্টি ইতিহাসেই নিজের নাম তুললেন এক বিরল তালিকায়।
এমন এক তালিকা যেখানে এতদিন ছিলেন মাত্র দু’জন—বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের মোহাম্মদ নবী। সেই এক্সক্লুসিভ ক্লাবের তৃতীয় সদস্য হলেন রাজা।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে কামিন্দু মেন্ডিসকে বোল্ড করেই টি–টোয়েন্টিতে শততম উইকেট তুলে নেন তিনি। এর মধ্য দিয়ে তিনি হলেন জিম্বাবুয়ের ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার, যিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। তার আগে এই সারিতে নাম লিখিয়েছিলেন রিচার্ড এনগারাভা (১০৬*)।
জিম্বাবুয়ের হয়ে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট
রিচার্ড এনগারাভা — ১০৬ উইকেট (৮৯* ম্যাচ)
সিকান্দার রাজা — ১০০ উইকেট (১২৫* ম্যাচ)
ব্লেসিং মুজারাবানি — ৯৩ উইকেট
লুক জংউই — ৬৬ উইকেট
তেন্ডাই চাতারা — ৬৫ উইকেট
কিন্তু রাজা থেমে থাকেননি শুধু উইকেট তালিকায়। তিনি এখন সেই দুর্লভ ‘অলরাউন্ডার ক্লাবের’ সদস্য, যারা টি–টোয়েন্টিতে হাজার রান + ১০০ উইকেট—দুই মাইলফলকই ছুঁয়েছেন। এই তালিকায়:
টি–টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন সিকান্দার রাজা
জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়
সাকিব আল হাসান: ২৫৫১ রান, ১৪৯ উইকেট
মোহাম্মদ নবী: ২৪১৭ রান, ১০৪ উইকেট
সিকান্দার রাজা: ২৮২৩ রান, ১০০ উইকেট
রাজার সেই উইকেটটি যেন ম্যাচের ভাগ্যও নির্ধারণ করেছিল। তার পর থেকেই শ্রীলঙ্কার পতন দ্রুততর হয় এবং জিম্বাবুয়ে ৬৭ রানের দাপুটে জয় তুলে নেয়। শানাকার দল শেষ পর্যন্ত ২০ ওভারে করতে পারে মাত্র ৯৫ রান।
এর আগে ব্যাট হাতে জিম্বাবুয়ের ইনিংসে দুই নায়ক—ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজা। বেনেটের সংযত ৪৯, আর রাজার ঝড়ো ৩২ বলে ৪৭—দুজনের অবদানে দল দাঁড় করায় ১৬২/৮, যা শেষ পর্যন্ত হয়ে ওঠে ম্যাচ–জয়ী স্কোর।
দিনের শেষে পরিসংখ্যান বলছে, রাজা শুধু একজন ম্যাচ–উইনার নন—তিনি এখন টি–টোয়েন্টি ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ও। আর জিম্বাবুয়ের ক্রিকেটে তার নাম ইতিমধ্যেই কিংবদন্তিদের পাশে গিয়ে দাঁড়িয়েছে।