স্পোর্টস ডেস্ক : বিপিএলকে সামনে রেখে দেশের ক্রিকেট অঙ্গনে উন্মাদনা তুঙ্গে। অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে দল সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছে। নিলামের আগে স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভেড়াচ্ছে পাঁচটি দল। এর মধ্যে সবচেয়ে বেশি চমক দেখাচ্ছে ঢাকা ক্যাপিটালস।
এরই মধ্যে সরাসরি চুক্তিতে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে তারা। বিদেশি কোটায় চুক্তি করেছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ব্যাটার অ্যালেক্স হেলসের সঙ্গে। তবে এখানেই থেমে নেই ঢাকার চমক। এবার ইঙ্গিত মিলছে আরও বড় খবরের—বিপিএলে আসতে পারেন পাকিস্তানের কিংবদন্তি পেসার, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকা ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি রহস্যময় পোস্ট দেয়। ক্যাপশনে লেখা হয়,“চোখের পলক ফেলবেন না। কাল দুপুর ২টায় আসছে বড় কিছু!” পোস্টটিতে একটি শ্যাডো সিলুয়েটও ব্যবহার করা হয়, যা দ্রুতই আলোচনার জন্ম দেয়।
এই পোস্টকে কেন্দ্র করে জোরালো গুঞ্জন উঠেছে ঢাকা ক্যাপিটালস শোয়েব আখতারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে ক্রিকেট মহল মনে করছে, ঢাকার কোচিং প্যানেলে দেখা যেতে পারে এই গতিতারকাকে।
শোয়েব আখতারকে বোলিং কোচ, মেন্টর কিংবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোন ভূমিকায় দেখা যাবে তা এখনো পরিষ্কার নয়। তবে যে ভূমিকাতেই আসুন না কেন, তাঁর উপস্থিতি বিপিএলে যে বাড়তি মাত্রা যোগ করবে তা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, গত মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিপিএলে ছিলেন পাকিস্তানের আরেক তারকা শহিদ আফ্রিদি। ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুপুর ২টার সেই ঘোষণার জন্য।