শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ০৭:৩৬:৫৯

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ।

এর আগে, কাতারের দোহায় প্রথম সেমিফাইনালে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় আকবর আলীর দল। শুরুটা খারাপ করেননি দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। তাদের ওপেনিং জুটিতে ৪.২ ওভারেই আসে ৪৩ রান।

এরপর জিসান আউট হয়েছেন ১৪ বলে ২৬ রান করে। এরপর দ্রুত আরও বেশ কিছু উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। তবে একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন সোহান। তিনি ৪৬ বলে ৬৫ রান করে আউট হয়ে যান।

তাকে সঙ্গ দিতে পারেননি জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনিও। ব্যর্থ হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। শেষদিকে ঝড়ো ইনিংস খেলে দলের রান দুশর কাছাকাছি নিয়ে যান মেহেরব ও ইয়াসির রাব্বি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে