স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার রোজারিও সেন্ট্রাল ক্লাব প্রথমবারের মতো আর্জেন্টিনা লিগ শিরোপা জিতেছে। যেখানে মূল ভূমিকা রেখেছেন দলের তারকা খেলোয়াড় অ্যাঙ্গেল ডি মারিয়া। চলতি বছর আর্জেন্টিনার ফুটবল লিগে নিয়ম পরিবর্তনের পর থেকে এই সাফল্য এসেছে। নতুন নিয়ম অনুযায়ী, বছরব্যাপী দুটি টুর্নামেন্ট অপার্তুরা এবং ক্লাউসুরা এর পয়েন্ট যোগ করে মোট লিগ চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়।
২০২৫ সালের অপার্তুরা ও ক্লাউসুরা টুর্নামেন্টের পয়েন্ট যোগ করে রোজারিও সেন্ট্রাল সর্বমোট ৬৬ পয়েন্ট অর্জন করে শীর্ষে উঠে এসেছে, যেখানে প্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্স থেকে তারা ৪ পয়েন্ট এগিয়ে ছিল।
অ্যাঙ্গেল ডি মারিয়া, যিনি ইউরোপে সফল ক্যারিয়ার শেষে রোজারিওতে ফিরে এসেছেন, ক্লাউসুরা টুর্নামেন্টে ১৫ ম্যাচে ৭ গোল ও ৬টি অ্যাসিস্ট করে দলের এই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি জানান, এখানে চ্যাম্পিয়ন হওয়া ছিল আমার একমাত্র লক্ষ্য।
রোজারিও সেন্ট্রালের ক্লাব সভাপতি এই জয়কে স্বাগত জানিয়ে বলেন, এটি আমাদের জন্য পুরোপুরি প্রাপ্য, কারণ আমরা প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত শীর্ষে ছিলাম। এই ট্রফিই আমাদের ছিল অভাব। পেশাদার যুগে এটি ক্লাবের আট নম্বর বড় শিরোপা।
এভাবে নতুন নিয়ম ও ডি মারিয়ার গুরুত্বপূর্ণ পারফরম্যান্সের কারণে রোজারিও সেন্ট্রাল প্রথমবারের মতো আর্জেন্টিনা লিগ শিরোপা জয়ের ইতিহাস গড়ল।