স্পোর্টস ডেস্ক : জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ডব্লিউপিএল (ওমেন্স প্রিমিয়ার লিগ) বা নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর, দিল্লিতে, যেখানে নাম রয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটারের। সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্সের সুবাদে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার এবং স্পিনার রাবেয়া খান।
টাইগ্রেসদের তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপি, যা প্রায় ৪১ লাখ ৩৩ হাজার টাকা। নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি যদি তাদের কিনে, তবে আসন্ন ডব্লিউপিএল হতে পারে তাদের প্রথম ফ্র্যাঞ্চাইজি আসর।
বিশ্বকাপে তাদের পারফরম্যান্সও নজর কাড়েছে। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে মারুফা আক্তার ইনসুইংয়ে করা বোল্ড আউট দিয়ে ক্রিকেটবিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন। শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও প্রশংসা করেছেন ডানহাতি এই পেসারের। যদিও পুরো টুর্নামেন্টে তার ফর্ম ধারাবাহিক রাখা কিছুটা চ্যালেঞ্জিং হয়েছে।
বিশ্বকাপের ৬ ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন মারুফা। পুরো টুর্নামেন্টে মূলত বাংলাদেশের বোলিং বিভাগে দাপট দেখানো হয়েছে স্পিনারদের।
অলরাউন্ডার স্বর্ণা আক্তার ৭ ম্যাচে করেছেন ১১৬ রান এবং বল হাতে শিকার করেছেন ৬ উইকেট। বিশেষ নজরকাড়া দিক হলো, একটি ম্যাচে মাত্র ৩৪ বলে হাফসেঞ্চুরি করা, যা এবারের আসরের দ্রুততম ফিফটির রেকর্ড।
এছাড়া নিলামের তালিকাভুক্ত রাবেয়া খান ৭ ম্যাচে তুলে নিয়েছেন ৭ উইকেট এবং করেছেন ৮৭ রান, যা তার অলরাউন্ড দক্ষতা ফুটিয়ে তুলেছে।
নিলামে তাদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর দৃষ্টি থাকবে, এবং বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এটি হতে পারে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার মহত্বপূর্ণ পদক্ষেপ।