সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ০২:২২:৩৭

নেইমার বাথরুম ব্যবহার করার সময় কখনোই দরজা বন্ধ করেন না!

নেইমার বাথরুম ব্যবহার করার সময় কখনোই দরজা বন্ধ করেন না!

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ঘিরে আলোচনা যেন কখনোই কমে না। মাঠের পারফরম্যান্স ছাড়াও এবার আলোচনায় উঠে এসেছে তার এমন ব্যক্তিগত ও অপ্রত্যাশিত অভ্যাস, যা জানার পর নতুন করে আলোচনায় মেতে উঠেছেন ফুটবল ভক্তরা। পিএসজিতে তার সাবেক সতীর্থ আলেক্সান্দ্রে লেতেলিয়ে জানিয়েছেন, নেইমার বাথরুম ব্যবহার করার সময় কখনোই দরজা বন্ধ করেন না!

লেতেলিয়ে ফরাসি দৈনিক লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পিএসজির ক্যাম্প দে লজ ট্রেনিং গ্রাউন্ডে একদিন তিনি বাথরুমে ঢুকতেই দেখেন, নেইমার টয়লেটে বসে আছেন, দরজা পুরো খোলা। ‘আমি ভেবেছি হয়তো ভুল দেখছি,’ বলেন লেতেলিয়ে।

‘সঙ্গে সঙ্গে বেরিয়ে আসি। পরে আব্দু দিয়ালোকে বিষয়টা বললে সে জানায়, এটাই নেইমারের স্বাভাবিক অভ্যাস।’
দিয়ালো তখন বলল, ‘এটা স্বাভাবিক। সে ক্লস্ট্রোফোবিক (সংকীর্ণ স্থানে ভয় পায়)। সে কখনই নিজেকে বন্ধ করে রাখে না, সবসময় দরজা খোলা রাখে।’

ফুটবল ক্যারিয়ারজুড়েই আলোচনায় থাকা নেইমার ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা ও পিএসজিতে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। এখন তিনি আবার নিজের শিকড়ে ব্রাজিলের সান্তোসে ফিরে গেছেন। ব্রাজিল জাতীয় দলের হয়েও তিনি সর্বোচ্চ গোলদাতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে