বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৫:০৫

‘থ্যাংক ইউ,থ্যাংক ইউ, আর নিয়েন (ছবি) না ভাই্‌ নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে’

‘থ্যাংক ইউ,থ্যাংক ইউ, আর নিয়েন (ছবি) না ভাই্‌ নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে’

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও সিরিজের শেষ টি–টোয়েন্টিতে দারুণ ফিফটিতে ফিরলেন তানজিদ হাসান তামিম। আর বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সে সিরিজসেরা হয়েছেন শেখ মেহেদী হাসান।

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের শেষ খেলায় ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। আর পুরো সিরিজে ৪ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

সিরিজের প্রথম দুই ম্যাচ ছিল তানজিদের জন্য একেবারেই হতাশার। প্রথম ম্যাচে তিনি আউট হন মাত্র ২ রান করে, আর দ্বিতীয় ম্যাচে ফেরেন ৭ রানে। তবে মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজের শেষ টি–টোয়েন্টিতে সেই ব্যর্থতার খোলস ভেঙে দুর্দান্ত একটি অপরাজিত ফিফটি উপহার দেন তিনি।

৩৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৫ রানের ইনিংস গড়ে ম্যাচটিতে বাংলাদেশকে এনে দেন সহজ জয়। ক্যারিয়ারের ৪৫তম টি–টোয়েন্টিতে এটি তার ১১তম ফিফটি।

আইরিশদের দেওয়া ১১৮ রানের লক্ষ্য বাংলাদেশের ব্যাটাররা ছুঁয়ে ফেলেন ১৩.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে। শেষ ম্যাচের এ জয়ে সিরিজও নিজেদের করে নেয় টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের দুটিতে সুযোগ পেয়ে ৮ ওভারে ৪৯ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন সিরিজ সেরা হন শেখ মেহেদী হাসান।

এদিকে, নেট দুনিয়ার মেহেদীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মেহেদীকে ঘিরে ফটো সাংবাদিকরা ছবি তুলছেন। এক পর্যায়ে মেহেদীকে সিরিজ সেরার পুরস্কার রেখেই দৌড়ে মাঠ থেকে দৌড়ে উঠে যেতে দেখা যায়। আর মেহেদীকে বলতে শোনা যায়, ‘থ্যাংক ইউ,থ্যাংক ইউ, আর নিয়েন (ছবি) না ভাই্‌ নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে