বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৫:০২

দুই তারকা ক্রিকেটারের আইপিএল থেকে নাম প্রত্যাহার

দুই তারকা ক্রিকেটারের আইপিএল থেকে নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার দুই মহাতারকা এলিসে পেরি ও আনাবেল সাদারল্যান্ড ব্যক্তিগত কারণে আসন্ন ওমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) চতুর্থ আসর থেকে নাম প্রত্যাহার করেছেন। এ ছাড়াও, ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের জন্য যুক্তরাষ্ট্র দলে ডাক পাওয়ায় তারা নরিস এবারের টুর্নামেন্টে খেলবেন না।

টুর্নামেন্ট আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে তিনজন ক্রিকেটারের বদলি ঘোষণা করা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ের অন্যতম কারিগর এলিসে পেরির পরিবর্তে সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেটার সায়ালি সাটগারে। পেরি ডব্লিউপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং তাকে ২ কোটি রুপিতে ধরে রেখেছিল বেঙ্গালুরু। সাটগারে তিনটি ওয়ানডে খেলে গুজরাট জায়ান্টসের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার বেঙ্গালুরু তাকে ৩০ লাখ রুপিতে দলে নিয়েছে।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের রিটেইন করা তারকা অলরাউন্ডার আনাবেল সাদারল্যান্ডের বদলি হিসেবে দলে স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ার নিয়মিত লেগস্পিনার অ্যালানা কিং। সাদারল্যান্ডের ২.২ কোটি রুপি ভিত্তিমূল্যের বদলে আনা অ্যালানা গত আসরে মাত্র এক ম্যাচ খেললেও নারী বিগ ব্যাশে ১৩ ম্যাচে ১২ উইকেট নিয়ে শক্তিশালী বোলিং দক্ষতা দেখিয়েছেন।

যুক্তরাষ্ট্রের তারা নরিসের বদলে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স দলে অন্তর্ভুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটিং অলরাউন্ডার চারলি নট। আন্তর্জাতিক অভিষেক না থাকলেও বিগ ব্যাশ এবং দ্য হান্ড্রেডের মতো বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

এই তিনজন পরিবর্তনের মাধ্যমে আগামী ওমেন্স প্রিমিয়ার লিগ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে