সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬, ০৩:০০:৫০

মুস্তাফিজ ইস্যুতে বড় বিপাকে ভারত!

মুস্তাফিজ ইস্যুতে বড় বিপাকে ভারত!

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে ফের সরব হয়েছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। ফাইল ছবি
আসন্ন আইপিএলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। 

কিন্তু, আসর শুরুর আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পর তাকে বাদ দিতে বাধ্য হয়েছে বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন দলটি। বিসিসিআইয়ের এমন হঠকারী পদক্ষেপের ফলশ্রুতিতে পাল্টা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশও। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তাদের ম্যাচ অন্যত্র সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এমন পরিস্থিতিতে মুস্তাফিজের পক্ষে ফের সরব হয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। এবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইকে রীতিমতো তুলোধুনো করেছেন ভারতের এই সংসদ সদস্য।

কংগ্রেসের এই নেতা বলেছেন, ‘আমি মনে করি, বিসিসিআইয়ের সিদ্ধান্তটা একেবারেই নিন্দনীয়। এটি খেলাধুলার ক্ষেত্রে অযথা রাজনীতি ঢুকিয়ে দেওয়ার শামিল। এ বিষয়ে আমার একাধিক আপত্তি রয়েছে।’ 

বাংলাদেশে বর্তমান পরিস্থিতির সঙ্গে ক্রিকেটকে মেশাতে চান না বলে আগেই স্পষ্ট করেছিলেন শশী থারুর। এবার পরিবর্তিত পরিস্থিতিতে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ বোর্ড। এই আবহে এই কংগ্রেস নেতা বললেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই। আমরা নিজেরাই নিজেদের ওপর এই বিব্রতকর পরিস্থিতি ডেকে এনেছি।’ 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে