শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৫২:২৬

যিনি হবেন বাংলাদেশের পরবর্তী বড় ক্রিকেট সুপারস্টার, মঈন আলীর ভবিষ্যদ্বাণী

যিনি হবেন বাংলাদেশের পরবর্তী বড় ক্রিকেট সুপারস্টার, মঈন আলীর ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সুপারস্টার ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। এই ক্রিকেটারদের পরে বড় সুপারস্টার কে হবেন এ নিয়ে জল্পনা আছে সমর্থকদের। 

তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে বাজি ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলীর। জানালেন, টাইগার এই লেগ স্পিনার হতে পারেন টাইগার ক্রিকেটের বড় সুপারস্টার। 

এবারের বিপিএলে খেলছেন না টাইগার স্পিনার রিশাদ হোসেন। ব্যস্ত সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। দারুণ পারফরম্যান্সে এরই মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন টাইগার স্পিনার। আজ (শনিবার) সিলেট টাইটান্সের হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন মঈন আলী। রিশাদের বিগ ব্যাশে খেলা প্রসঙ্গে মঈন বলেন, 'আমি মনে করি, তার ক্ষেত্রে এখন বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত সঠিক। সেখানে সে আরও বেশি শিখবে, আর সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো হবে। কারণ সে লেগ স্পিনার, তরুণ, প্রতিভাবান।'

মঈন আলীর মতে, রিশাদ শুধু একজন ভালো বোলারই নন বরং তার মধ্যে বাংলাদেশের ক্রিকেটে বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে, 'আমার মনে হয়, সে (রিশাদ) বাংলাদেশে পরবর্তী বড় খেলোয়াড় হবে। সে দারুণ বোলার। সে এখন নিজের জায়গা তৈরি করছে…তাকে নিজের নাম তৈরি করতে হবে।'

পরে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার কে—এই প্রশ্নে মঈন আলী বলেন, 'আমি মনে করি, রিশাদই একজন। অবশ্যই। ভালো খেলোয়াড় আছে, ভালো তরুণ খেলোয়াড় আছে, কিন্তু আমার মনে হয় সে-ই।'

রিশাদকে কিছু পরামর্শও দিলেন মঈন, 'কঠোর পরিশ্রম করো। ব্যাটিংয়ে আরও বেশি পরিশ্রম করো। বোলিংয়েও কঠোর পরিশ্রম চালিয়ে যাও। অবশ্যই যতটা সম্ভব বিগ ব্যাশ খেলো, যত লিগ খেলতে পারো সব খেলো, আর শেখার চেষ্টা চালিয়ে যাও। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে