রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১১:১৫:০০

ভারতে খেলা নিয়ে আইসিসিকে বিসিবির এবার যে স্পষ্ট বার্তা

ভারতে খেলা নিয়ে আইসিসিকে বিসিবির এবার যে স্পষ্ট বার্তা

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, ইতোমধ্যেই আইসিসিকে স্পষ্ট করে তা জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি)। ভারতের পরিবর্তে টাইগারদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

প্রথম দফার পর দ্বিতীয় দফায় আইসিসির চিঠির জবাব দিয়ে মেইল পাঠায় বিসিবি। তবে সেই চিঠির জবাব এখনও পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বাংলাদেশ এখনও আইসিসির কাছ থেকে কোনো বার্তা পায়নি। বিসিবি প্রয়োজনীয় সব তথ্য ও লিঙ্ক আইসিসিকে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

দ্বিতীয় দফায় বিসিবির দেয়া চিঠির জবাব আইসিসি কবে নাগাদ দিতে পারে সে ব্যাপারে ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘সহজ অঙ্ক হিসাব করলে আজকে (গতকাল) তো দুবাই বন্ধ। তাই হয়তো সোম-মঙ্গলবারের দিকে (জবাব পাওয়া যাবে)। তারা অনেক পেশাদার প্রতিষ্ঠান তো। তাই লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না।’

গুঞ্জন উঠেছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বলেন, ‘ভারতের অন্য ভেন্যুগুলো ভারতেরই অংশ। তবে এ ধরনের কোনো প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে আসেনি।’

বিসিবি সভাপতি জানান, ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির আপত্তি অত্যন্ত দৃঢ়। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি আইসিসি থেকে চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে