সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৩:১৯

বিসিবিকে আইসিসির দেওয়া এই প্রস্তাবে অবাক সবাই!

বিসিবিকে আইসিসির দেওয়া এই প্রস্তাবে অবাক সবাই!

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে প্রস্তাব দিয়েছে আইসিসি। 

সোমবার (১২ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেছেন। আর বিসিবিকে আইসিসির এমন প্রস্তাবে অবাক সবাই!

তিনি বলেন, আইসিসিকে চিঠি দিয়েছি, এখন আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি আমরা। এর মধ্যে একটা জিনিস ঘটেছে, আপনাদেরকে আমার জানানো প্রয়োজন। সেটা হচ্ছে আইসিসির যে নিরাপত্তা দল আছে, নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে।

তিনি আরও বলেন, সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা জিনিস হচ্ছে মোস্তাফিজ যদি বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলদেশ দলের যারা সমর্থক আছে উনারা যদি জাতীয় দলের জার্সি পড়ে যদি ঘোরাফেরা করে। তিন হচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি।

বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরাপদ স্থানে আয়োজন করা হোক এমন দাবি জানিয়েছিল বাংলাদেশ। তবে গুঞ্জন উঠেছে, কলকাতা থেকে টাইগারদের ম্যাচ সরানোর প্রস্তাব দিতে পারে আইসিসি। কিন্তু ভারত বা আইসিসির যদি এরকম কোনো পরিকল্পনা থাকে, তা গ্রহণ করবে না বাংলাদেশ বলে জানান ক্রীড়া উপদেষ্টা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে