স্পোর্টস ডেস্ক : এই তথ্য দিয়েছে আইসিসি। বর্তমান ক্রিকেট বিশ্বের গতিময় বোলারদের মধ্যে শীর্ষ ৩জনই একটি দেশের। তারা একই সাথে ঝাঁপিয়ে পড়ছেন প্রতিপক্ষের উপর।
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে পাকিস্তান। একাদশে ছিলেন এই ৩ বোলার। যারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে তাদের মধ্যে থেকে সর্বোচ্চ গতির ৫ জনকে বাছাই করেছে আইসিসি।
সেখানে দেখা যায় টপ থ্রিই পাকিস্তানের। ওয়াহাব রিয়াদ, মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ আমির রয়েছেন টপ থ্রিতে। এর চার নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রে রাসেল। পাঁচে রয়েছেন কিউ তারকা অ্যাডাম মাইল।
এবারের টি-টোয়েন্টিতে সেরা বোলিং আক্রমণ নিয়ে এসেছে পাকিস্তান। পাকিস্তানের ব্যাটিং বেশ আলোচনায়। তবে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ব্যাটসম্যানরা সাফল্য পেয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে পরের ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যানরা ভালো করলে ও দলের জয় আসলে লাইম লাইটে চলে আসবে পাকিস্তান।
১৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর