বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৪:২১:১৬

‘ক্রিকেটে সাকিবই একমাত্র খেলোয়াড়, যার ভালো খেলার জন্য অনুশীলন লাগে না’

‘ক্রিকেটে সাকিবই একমাত্র খেলোয়াড়, যার ভালো খেলার জন্য অনুশীলন লাগে না’

স্পোর্টস ডেস্ক : গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান। হঠাৎ খবর এলো, সুদূর আমেরিকায় সন্তান সম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কাছে যেতে হবে। গেলেন। এরপর কন্যা সন্তানের বাবা হয়ে দেশে ফিরে আবারো আন্তর্জাতিক ম্যাচ খেলে নেমে পড়েন সাকিব।

সেসময় বাংলাদেশ কোচ হাথুরুসিংহে বলেছিলেন, সাকিব এমন একজন ক্রিকেটার যার অনুশীলন দরকার হয় না! সেই কথাটা আবারো স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র। জানালেন, সাকিবের সেরকম অনুশীলন লাগে না।

এনামুল হক বলেন, বিশ্বে সাকিব আল হাসান একজনই। ওর সেরকম অনুশীলনও লাগে না। পুরোই ব্যতিক্রমী এক বোলার। ওর সবকিছু নির্ভর করে মেজাজের ওপর। অনুশীলন করে কেউ হয়তো ওর মতো হতে চেষ্টা করতে পারে। তবে বিশ্বে সাকিব একজনই থাকবে।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন এনামুল। তবে জাতীয় দলে খেলার আশা ছেড়ে দেন নি এনামুল। সাকিবকে প্রেরণা হিসেবে নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, আমি যে আবারো জাতীয় দলে খেলব, সেটা মন থেকেই বিশ্বাস করি। ফিটনেস নিয়ে কাজ করেছি, অনেক ওজন কমিয়েছি। কেউ যেন বলতে না পারে যে আমার ফিটনেসের অভাব। মনে হয় না আমার এমন কোনো বয়স হয়েছে যে এখনই হাল ছেড়ে দিতে হবে। আমি সব সময় সাকিবের বোলিং দেখি। ও কীভাবে বল করে সেটা খেয়াল করি। ওর বল দেখে মনে মনে নিজে ওভাবে বল করার চেষ্টা করি।
২০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে