বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৪:৫২:২৭

মুস্তাফিজের মায়ের ভাষা ‘বাংলা’র কাছে হার মানল ইংরেজি ও হিন্দি!

মুস্তাফিজের মায়ের ভাষা ‘বাংলা’র কাছে হার মানল ইংরেজি ও হিন্দি!

স্পোর্টস ডেস্ক : বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাই হায়দরাবাদের টিম মিটিংয়েও অংশগ্রহণ করছিলেন না তিনি। কেননা, মিটিংয়ের জন্য ইংরেজি বা হিন্দিতে কথা বলা লাগত। মুস্তাফিজকে ইংরেজি শিখতে হবে এমনটা মনে হচ্ছিল। কিন্তু মুস্তাফিজ এতদিন ইংরেজি না শিখে সতীর্থদের বাংলা শিখিয়ে এসেছে। অবশেষে মুস্তাফিজের মায়ের ভাষা বাংলার কাছে হার মেনেছে ইংরেজি ও হিন্দি।

মুস্তাফিজুর রহমান যে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য ‘বড় ব্যাপার’ সেটার প্রমান খোদ ফ্র্যাঞ্চাইজিই দিয়ে যাচ্ছে বারবার। এবার বাংলাদেশের বাঁ-হাতি পেসারের সুবিধার কথা ভেবে যে একজন বাংলাভাষীকে সার্বক্ষণিক নিয়োগ দিয়েছে দলটি। এ জাতীয় ‘বিশেষ ব্যবস্থা’র উদাহরণ ক্রিকেটবিশ্বে নেই বললেই চলে। ব্যক্তিগত ম্যানেজার আছে অনেকের, কিন্তু দলের পক্ষ থেকে এমন নিয়োগ ব্যতিক্রমই বটে।

এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক ও জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

স্থানীয় একটি পত্রিকাকে খালেদ মাহমুদ সুজন বলেন, মুস্তাফিজের যেন অসুবিধা না হয়, সে জন্য এক বাঙালি মুসলমান ছেলেকে নিয়োগ দিয়েছে হায়দ্রাবাদ। মুস্তাফিজ নিজেও অবশ্য সানরাইজার্সের এই বিশেষ ব্যবস্থাকে সম্মান জানিয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। তিন ম্যাচে তিনি পেয়েছেন চারটা উইকেট।
২০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে