বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৫:৩২:২২

ডিপিএলে খেলতে চেয়েছিলেন আমলা-মালিক, কিন্তু কর্তৃপক্ষ অনুমতি দেয় নি!

ডিপিএলে খেলতে চেয়েছিলেন আমলা-মালিক, কিন্তু কর্তৃপক্ষ অনুমতি দেয় নি!

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ(ডিপিএল) শুরু হচ্ছে আগামী ২২ এপ্রিল থেকে। এবারের ডিপিএলে খেলতে চেয়েছিলেন হাশিম আমলা ও শোয়েব মালিক। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় ব্রাদার্স ইউনিয়নের হয়ে ডিপিএলে খেলতে পারবেন না হাশিম আমলা। অন্যদিকে শোয়েব মালিককেও অনাপত্তিপত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে কারণে তিনি খেলতে পারছেন না প্রাইম ব্যাংকের হয়ে এই টুর্নামেন্টে।

হাশিম আমলার পরিবর্তে জিম্বাবুইয়ান অলরাউন্ডার শন উইলিয়ামসকে দলে ভিড়িয়েছে ব্রাদার্স ইউনিয়ন।এমন তথ্যই নিশ্চিত করেছেন ক্লাবটির ম্যানেজার আমিন খান। বলেন, আমরা আমলাকে সব ধরনের সুযোগ সুবিধা দিতে প্রস্তুত। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড তাকে ছাড়পত্র (এনওসি) দেয়নি। তাই আমলার পরিবর্তে আমরা উইলিয়ামসকে দলে নিয়েছি। এর আগেও অবশ্য আমাদের দলেই খেলেছে জিম্বাবুইয়ান ক্রিকেটার।

অন্যদিকে, শোয়েব মালিককে পাওয়ার জন্য অপেক্ষায় ছিল প্রাইম ব্যাংক। কিন্তু পিসিবি অনাপত্তি না দেয়ায় তাকে পাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তা ছাড়া ইংলিশ কাউন্টি ক্রিকেটের জন্য রবি বোপারাকে পাচ্ছে না শেখ জামাল ধানমণ্ডি ক্লাব!

তবে পাকিস্তানের আরেক উঠতি খেলোয়াড় সাঈদ আনোয়ার জুনিয়র খেলবেন গাজী গ্রুপের হয়ে। গত বিপিএলে আলো ছড়ানো পাকিস্তানি অলরাউন্ডার আসহার জাইদি খেলবেন লিজেন্ডস অব রুপগঞ্জে।
২০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে