বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৫:৪৭:৩৮

মুস্তাফিজের ইকোনমি রেট কত, জানেন?

মুস্তাফিজের ইকোনমি রেট কত, জানেন?

স্পোর্টস ডেস্ক : দিন দিন নিজেকে আরো উন্মোচিত করছেন কাটার মুস্তাফিজুর রহমান।  তার প্রতিভার প্রশংসায় সবাই।  জাতীয় দলের হয়ে ভালো খেলার ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)।  জীবনে প্রথম আইপিএল খেলতে গিয়ে তিনি গড়েছেন নতুন রেকর্ড।

তবে টি২০ তে সবচেয়ে কম ইকোনমি রেটের মালিক কে, জানেন? মুস্তাফিজই এ রেটের মালিক।  টি২০তে কমপক্ষে ৫০০ বল করা পেসারদের মধ্যে মুস্তাফিজই সবচেয়ে মিতব্যয়ী।

মুস্তাফিজের ইকোনমি রেট মাত্র ৫ দশমিক ৯৪।  বিশ্বের আর কোনো পেসারের ইকোনমি রেট ৬-এর নিচে নেই।  পেসারদের মধ্যে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ক্লার্ক।  ক্লার্কের ইকোনমি রেট ৬ দশমিক ৭।

তবে ক্লার্ক ২০১১ সালেই অবসর নিয়ে ফেলেছেন।  এখন বাকিদের থেকে অনেকটাই এগিয়ে বাংলাদেশের কাটার মুস্তাফিজ।

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত সফল মুস্তাফিজুর রহমান।  তবে ভাষাগত সমস্যার কারণে সানরাইজার্স হায়দরাবাদের টিম মিটিংয়ে অংশ নিতে পারেননি তিনি, যা কিছুদিন আগেই স্থানীয় গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয়েছিল।  তবে সেটা আর থাকছে না।  এবার তার চাহিদার কথা মাথায় রেখে তার সার্বক্ষণিক একজন বাংলাভাষী নিয়োগ দেয়া হয়েছে।
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে