বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৫:৫১:০৪

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মোড়লগিরি আর থাকছে না!

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মোড়লগিরি আর থাকছে না!

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইসিসির পরবর্তী সভা। ওই সভায় ক্রিকেটের তিন মোড়লকে খতম করার হুমকি দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান। এটা করতে পারলে আইসিসির নতুন নিয়মকানুন সংস্থাটির অন্তর্ভূক্ত সব সদস্য দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।

শাহরিয়ার খান বলেন, আমি আইসিসির মিটিংয়ে যাচ্ছি। এবারের সভার প্রধান উদ্দেশ্য বিগ থ্রি’র (তিন মোড়ল) ফর্মুলা ভেঙে দেয়া এবং নতুন করে তা তৈরি করা।

তিনি বলেন, আইসিসির সকল সদস্য দেশের সমান সুযোগ পাওয়া দরকার। আইসিসির নিময়গুলো কাউকে বঞ্চনার শিকার করবে না, এমন কিছু প্রস্তাব দুবাইয়ে উত্থাপন করা হবে পিসিবির পক্ষ থেকে।

২০১৩ সালে ক্রিকেট বিশ্বের তিন প্রভাবশালী দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মিলে ‘বিগ থ্রি’ গঠন করে। তারা নিজেদের বেশি শক্তিশালী ও আইসিসির আয়ের বড় উৎস বলে দাবি করে। এরপর ক্রিকেটের বিভিন্ন ম্যাচেও নাকি তাদের আধিপত্য বিস্তার করার অপচেষ্টা করে আসছে। খেলার স্বাধীনতাকে খর্ব করার বেশ কিছু অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

কিন্তু এই তিন মোড়লের মোড় ঘুরিয়ে দেন তাদেরই একটি দেশের প্রতিনিধি ও বর্তমানে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। পূর্বসূরী শ্রীনিবাসনের রেখে যাওয়া পদ্ধতিগুলো তার পছন্দ হয়নি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির দায়িত্ব নেয়ার পরই নিয়ম-কানুন নতুনভাবে গঠন করার ইঙ্গিত দিয়েছিলেন মনোহর। যা আশান্বিত করছে পিসিবি সভাপতি শাহরিয়ার খানকে।
২০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে