বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৬:১৩:১৯

আনুশকা নয়, কোহলির সাফল্যের পেছনে একজন বাঙালি

আনুশকা নয়, কোহলির সাফল্যের পেছনে একজন বাঙালি

স্পোর্টস ডেস্ক: কি বিশ্বকাপ কি আইপিএল। সর্বত্র চলছে বিরাট ঝড়। ব্যাট হাতে বিরাটের এই ধারাবাহিকতার রহস্য খুঁজে বের করতে উঠে পড়ে লেগেছেন বিশেষজ্ঞরা। তাঁদের অনেকেই স্বীকার করেন, বিরাটের এই ধারাবাহিক পারফরম্যান্সের রহস্য তাঁর দুরন্ত ফিল্ডিং। ক্রিকেট মাঠে যার নমুনা ফিল্ডিং-ব্যাটিংয়ের সময়ে সবসময়েই রাখেন বিরাট।

অবশেষে নিজের ঈর্ষণীয় ফিটনেসের রহস্যভেদ করলেন বিরাট নিজেই। এবং বিরাটের অনবদ্য ফিটনেসের রহস্যটা জানতে পারলে বাঙালিরাও গর্ববোধ করতেই পারেন। কারণ বিরাট নিজেই জানাচ্ছেন, তাঁর এই দুরন্ত ফিটনেসের পিছনে রয়েছেন শঙ্কর বসু নামে একজন বাঙালি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যিনি ফিটনেস ট্রেনার। এই মুহূর্তে দেশের অন্যতম সেরা ফিটনেস ট্রেনারদের মধ্যে অন্যতম শঙ্কর বসু। খেলোয়ারদের শক্তি বৃদ্ধিই নয়, একই সঙ্গে তাঁদের গতি এবং ক্ষিপ্রতা বাড়ানোর উপরেও সমান জোর দেন তিনি।

শঙ্কর বসুর সঙ্গে বিরাট। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছেন বিরাট নিজেই।

আর বিরাট নিজের সাফল্যের জন্যও শঙ্কর বসুকে ধন্যবাদ জানিয়ে সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। সেখানে বিরাট বলেছেন, ‘‘মাঠে আমার বদলে যাওয়া পারফরম্যান্সের পুরো কৃতিত্বই এই মানুষটার। কীভাবে একজন পেশাদার হিসেবে ট্রেনিং করে কীভাবে নিজেকে পরবর্তী পর্যায়ে নিজে যেতে হয়, তা ওঁর থেকেই শিখেছি আমি।’’-এবেলা
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে