বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৬:১৪:৩৯

চার-ছক্কার আইপিএল, অথচ কোনো ছক্কা ছাড়াই পাঞ্জাবকে হারিয়েছে সাকিবরা!

চার-ছক্কার আইপিএল, অথচ কোনো ছক্কা ছাড়াই পাঞ্জাবকে হারিয়েছে সাকিবরা!

স্পোর্টস ডেস্ক : পাঞ্জাবে গিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে গিয়ে ৬ উইকেটে হারিয়েছে গতকাল কলকাতা নাইট রাইডার্স। তাও ১৭ বল বাকি থাকতে! ক্যাপ্টেন গম্ভীরও যেমন ফর্মে রয়েছেন, তেমনই ফর্মে রয়েছেন রবীন উথাপ্পাও। সবমিলিয়ে আরও ভালো খবর হল, কেকেআর এখন আইপিএল পয়েন্ট টেবলের শীর্ষেও বটে।

এত ভালোর কিছু্র পরেও কেকেআর গতকাল এমন একটা জিনিস করেছে যা, আইপিএল বা টি২০ ক্রিকেটের পক্ষে অত্যন্ত বেমানান। ১৩৯-এর লক্ষ্য তাড়া করতে নেমে গোটা কেকেআর দলের কেউ একটা ছক্কা মারতে পারে নি! দ্বিতীয় ইনিংসে ব্যাট করে একটা দল ওভার পিছু প্রায় ৭ রান তাড়া করে ম্যাচও জিতে নিল অবলীলায়। কিন্তু একটা ছক্কা নেই গোটা ইনিংসে! এরকম ঘটনা আইপিএলে বিরলই বটে।

আইপিএল মানে লোকে চার-ছক্কার ফুলঝুড়ি দেখতেই মাঠে যান। অথচ, তেমন একটা খেলায় কিনা জেতা দলের এই পারফরম্যান্স! এতো ফুটবল নয় যে, গগনে গগনে না খেলে জমিতে বল রেখে খেলা! এতে স্পনসররাও ক্ষুব্ধ। কারণ, ম্যাচ শেষে ইনিংসের সবথেকে বড় ছক্কা মেরেছেন যে তাকে পুরস্কারও দেওয়া হয়।

কিন্তু কাল নাইটরা এই জায়গায় একেবারে ডাহা ফেল। নাইটদের ইনিংসে কাল ১৮ টা চার ছিল। কিন্তু ছক্কা একেবারে শূন্য! এ কেমন টি২০ ইনিংস!ইতিমধ্যে বিষেষজ্ঞ এবং প্রাক্তন ক্রিকেটাররা বলা শুরু করেছেন, একটাও ছক্কা না মারাটা মোটেই টি২০-র জন্য ভালো বিজ্ঞাপন নয়। কারণ, দর্শকরা মাঠ ভরান ঝোড়ো ব্যাটিং দেখবেন বলেই।
২০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে