বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৬:৫৩:১১

শুধু মুস্তাফিজের জন্যই দোভাষী, তাও বাঙালি-মুসলিম, আইপিএলে তার গুরুত্বটা একবার ভাবুন

শুধু মুস্তাফিজের জন্যই দোভাষী, তাও বাঙালি-মুসলিম, আইপিএলে তার গুরুত্বটা একবার ভাবুন

স্পোর্টস ডেস্ক : বোলিংয়ে দুর্দান্ত হলেও বিদেশি ভাষায় তেমন দক্ষতা নেই বাংলাদেশের বাঁ-হাতি কাটার মাস্টার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমানের। এই বিস্ময় বালক বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারেন না। তাই তার জন্য দোভাষী নিয়োগ দিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে ক্রিকফ্রেনজিডটকম। সুজন সুজন বলেন, ফোনে মুস্তাফিজ জানিয়েছেন যে তার জন্য ফ্রাঞ্চাইজিটি একজন বাঙালি মুসলিমকে দোভাষী হিসেবে নিয়োগ দিয়েছে।

আইপিএলে এবারই প্রথম খেলছেন কাটার মাস্টার। কিন্তু ভারতে গিয়ে তিনি ভাষাগত সমস্যায় পরে যান। তবে বল হাতে নিজের কাজটি ঠিকই করছেন তিনি। এখন পর্যন্ত হায়দরাবাদের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। তিন ম্যাচে চার উইকেট শিকার করেছেন এই তরুণ বাঁহাতি। নিজের দলের হয়ে সর্বচ্চো উইকেট নিয়েছেন তিনি।
২০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে