বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৭:০৭:৫৮

কাগজে কলমে নয়, খেলাটা মাঠে দেখাতে অনুরোধ তামিমের

কাগজে কলমে নয়, খেলাটা মাঠে দেখাতে অনুরোধ তামিমের

স্পোর্টস ডেস্ক:  এশিয়া কাপ ও বিশ্বকাপে ব্যাট হাতে বেশ চমকই দেখিয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপ আসরের মাঝ পথে ছিটকে দেশে ফেরার পর বেশ কিছু দিন বিশ্রামে ছিলেন তিনি। এরপর আবার ঘরোয়া ব্যাট বল যুদ্ধের প্রস্তুতির জন্য নেমে পড়লেন তিনি। অর্থাৎ আগামী পরশু থেকেই শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশনের লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছেন তামিম।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার আবাহনী ক্লাবের হয়ে খেলবেন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার। এমনকি দলটির গুরু দায়িত্বও থাকছে রঙিন জার্সির  এই খেলোয়াড়ের ওপর। আজ (বুধবার) ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে কর্তৃপক্ষ। দায়িত্ব পেয়ে তামিম নিজেই স্বীকার করেন, অধিনায়ক হিসাবে এখনও তার অনেক শেখার বাকি আছে।

দায়িত্ব পাওয়ার পর তামিম বলেন, ‘অধিনায়ক হিসাবে আমার এখনো অনেক কিছু শেখার বাকি রয়েছে। তবে আমি ভাগ্যবান জাতীয় দলে খেলে এমন কিছু ভালো খেলোয়াড় পেয়েছি বলে। এছাড়া আমাদের সঙ্গে সুজন ভাই রয়েছেন, তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন। অনেক অভিজ্ঞদেরও পেয়েছি। জালাল ভাইও আছেন, সবাই মিলে সম্বিলিত সিদ্ধান্ত নিয়েই দল পরিচালনা করবো।’

এছাড়া তামিম আরো বলেন, ‘আমাদের দলটা যেভাবে তৈরি করেছে ম্যানেজমেন্ট, তা চ্যাম্পিয়ন হওয়ার মত। তবে আমি গতকালও বলেছি কাগজে কলমে ভালো হলে কিছু হয় না। খেলাটা মাঠে খেলতে হয়। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের দল হিসাবে ভালো খেলতে হবে।’
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে