বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৭:৪৩:০৫

হঠাৎ সাকিবদের জার্সির রং পরিবর্তন, কিন্তু কেন?

হঠাৎ সাকিবদের জার্সির রং পরিবর্তন, কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক:  কলকাতা নাইট রাইডার্সের জার্সির আগের সেই রং এখন আর নেই। শুরুর দিকের রং পরিবর্তন করে এখন মিক্স করা হয়েছে অন্য রং। প্রশ্ন জাগতে পারে। কেন এমন পরিবর্তন।  সৌরভ গঙ্গোপাধ্যায় যখন কেকেআর-এর অধিনায়ক তখন এক রকমের জার্সির রং ছিল কেকেআর-এর। আর এই ২০১৬-য় এসে কেকেআর-এর জার্সির রং পুরোদস্তুর বদলে গিয়েছে।

আগের আগুন ঝরানো সোনালি আর কালো কেকেআর জার্সি রং পরিবর্তন করে এখন বেগুনি রংয়ে পর্যবসিত হয়েছে। কিন্তু কেন? শোনা যায় এক বিশিষ্ট সংখ্যাতত্ববিদের পরামর্শেই জার্সিতে এমন পরিবর্তন এনেছেন নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান।
 
কলকাতা নাইট রাইডার্সের জন্মলগ্নে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন ‘আইকন’ প্লেয়ার। আগুন ঝরানো সোনালি রং পছন্দ করেছিলেন। খুব হতশ্রী পারফরম্যান্স করেছিল কেকেআর। যদিও দলে ছিলেন বিশ্বের বিখ্যাত সব ক্রিকেটার। দলের পারফম্যান্সের জন্য শাহরুখের মুখ পোড়ে। তার পর এক সংখ্যাতত্ববিদের পরামর্শে শাহরুখ জার্সির রং বদলাতে বাধ্য হন। সংখ্যাতত্ববিদের মতে, সোনালী ও কালো দুটোই বিপরীতধর্মী। আর দুটো বিপরীতধর্মী রংয়ের জন্যই পারফরম্যান্স ভাল হয়নি কেকেআর-এর। সোনালী রং ধনসম্পদ, সূর্যের রং, সুস্থ স্বাস্থ্যের প্রতীক। অন্যদিকে কালো আবার শনির প্রতীক। কথায় বলে শনির দশা। মানে খারাপ অবস্থা। ফলে মাঠে কলকাতা নাইট রাইডার্সের ভরাডুবি ঘটেছিল। তাই শাহরুখ ঘনিষ্ঠ সংখ্যাতত্ববিদ বাদশাকে জার্সির রং বদলাতে বলেন। শাহরুখ বেছে নেন বেগুনি রং। ইংরেজিতে ‘পার্পল প্যাচ’ বলে একটি শব্দবন্ধনী প্রচিলত রয়েছে। এর অর্থ সাফল্য। ফলে সেই সংখ্যাতত্ববিদের নিদান অনুযায়ী শাহরুখ জার্সির রং বদলে বেগুনি করে ফেলেন। তার ফলও পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার কী হবে কলকাতার? বেগুনি রং কি আবারও সৌভাগ্য বয়ে আনবে কলকাতা নাইট রাইডার্সের?
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে