বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৮:০০:৪৩

পাওয়ার প্লে আর ডেথ ওভারে মুস্তাফিজ সবচেয়ে বেশি কার্যকর: ওয়ার্নার

পাওয়ার প্লে আর ডেথ ওভারে মুস্তাফিজ সবচেয়ে বেশি কার্যকর: ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দারাবাদের হয়ে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই সবার নজর তার দিকে ঘুরিযে নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিপক্ষ দলের রানের চাকা থামানোর একমাত্র বোলার যেন মুস্তাফিজ।

কোচ এবং অধিনায়ক ম্যাচের আগে তাকে নিয়ে বিভিন্ন রকমের পরিকল্পনা করেন। ডেথ বোলিংয়ে অধিনায়কের সেরা অস্ত্রে রূপান্তর হয়েছেন। প্রায় প্রত্যেকটা আইপিএল ম্যাচেই মুস্তাফিজ ডেথ ওভারগুলোতে বেশি বোলিং করেছেন। ডেথ ওভারগুলোতে তার বলে রান নিতে হিমশিম খেতে হচ্ছে ব্যাটসম্যানদের।

মুস্তাফিজের দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও স্বীকার করে নিলেন মুস্তাফিজ ডেথ বোলিংকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বলেন, মুস্তাফিজকে দিয়ে বোলিং করানোর আদর্শ উপায় হচ্ছে তার প্রথম ওভারটি পাওয়ার প্লেতে এবং বাকি তিন ওভার ডেথ ওভারে করানো। সে অসাধারণ একজন ডেথ বোলার। এটা তার শিল্প।

মুস্তাফিজের প্রশংসা করতে গিয়ে স্বদেশি মিচেল স্টার্ককেও টেনে আনেন এই অসি ব্যাটসম্যান। ওয়ার্নার বলেন, ‘মুস্তাফিজ অনেকটা মিচেল স্টার্কের মত। নতুন বলে সে অনেক ভয়ঙ্কর এবং শেষের দিকে তার বলে রান করা কঠিন’।

আইপিএলে এ পর্যন্ত ৩টি ম্যাচ খেলে ৪ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। তবে রান দেওয়ার ক্ষেত্রে বরবরের মতো এখানেও তিনি কিপটে।
২০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে