বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৮:১৬:০৮

দুর্নীতি না করেও দূর্নীতির প্রস্তাবের কথা জানাতে না পারাই ইরফানকে নিষিদ্ধ করল আইসিসি!

দুর্নীতি না করেও দূর্নীতির প্রস্তাবের কথা জানাতে না পারাই ইরফানকে নিষিদ্ধ করল আইসিসি!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি) পাকিস্তানি বংশোদ্ভূত হংকংয়ের ক্রিকেটার ইরফান আহমেদকে আড়াই বছরের জন্য নিষিদ্ধ করেছে। কোনো দূর্নীতি করার জন্য নয়, দুর্নীতি করার প্রস্তাব পাওয়ার কথা আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়াই নিষিদ্ধ হলেন তিনি।

২০১৫ সালের ৪ নভেম্বর থেকে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন। সেই সময় থেকে তার শাস্তির মেয়াদ কার্যকর হবে। ফলে ২০১৮ সালের ৪ মে তার শাস্তির মেয়াদ শেষ হবে।

২০১২ সালে ও ২০১৪ সালে তাকে দুর্নীতি করতে প্রস্তাব দেয়া হয়। আইসিসির নিয়মানুযায়ী, এমন প্রস্তাব পেলে আইসিসিকে জানাতে হবে। কিন্তু আহমেদ সেটা করেননি। তদন্তের সময় তাকে এ বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করেন যে তিনি নিয়মটি জানতেন কিন্তু রিপোর্ট করতে ব্যর্থ হয়েছেন।

এজন্য সব দিক বিবেচনা করে আহমেদকে নিষিদ্ধ করেছে আইসিসি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারবেন তিনি।
২০ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে