বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৯:০৪:৩৫

মাশরাফির নেতৃত্বে জাতীয় দলে খেলতে চান সেই জুনায়েদ সিদ্দিকী

মাশরাফির নেতৃত্বে জাতীয় দলে খেলতে চান সেই জুনায়েদ সিদ্দিকী

স্পোর্টস ডেস্ক: ২০০৭ সালে বিশ্ব টি-টুয়েন্টির প্রথম আসরে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ৭১ রানের চোখ ধাঁধানো ইনিংস দিয়ে আন্তর্জাতি ক্রিকেটে অভিষেক হয়েছিল জুনায়েদ সিদ্দিকীর।

শুরুতেই বেশ কিছু আকর্ষনীয় ম্যাচ খেলে সবার নজরে আসেন রাজশাহীর এই বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটসম্যান।

২০০৯-১০ এর দিকে বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার ছিলেন তিনি। দেশ সেরা ওপেনার তামিম ইকবালের সাথে রয়েছে কিছু স্মরণীয় জুটি। কিন্তু ২০১২ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে পিঠের ইনুজরির কবলে পড়ে জাতীয় দল থেকে দূরত্ব তৈরি হয় জুনায়েদের। এরপর দলে সুযোগ পাননি রাজশাহীর এই ব্যাটসম্যান।

এর মাঝে বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। বদলে যাওয়া বাংলাদেশ দলে আবারো ফিরে আসতে বদ্ধপরিকর এই বাঁহাতি ওপেনার। তিনি মনে করেন, মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন অনেক পরিণত। তিনি বলেন, ‘দলের সবাই মাশরাফিকে অনুকরন করে, একটা টিমে এমনটাই হওয়া উচিত। আগেও আমরা জয়ের জন্য খেলতে নামতাম, কিন্তু এখন আবার কাছে মনে হয় দলের সবাই অনেক বেশি আত্মবিশ্বাসী।’

কিন্তু মাশরাফির বাংলাদেশ দলে সুযোগ পেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে, মানছেন জুনায়েদ। বললেন, ‘দলে এখন অনেক প্রতিযোগিতা, দলে ফিরতে হলে আমাকে চোখে পড়ার মত পারফর্মেন্স করতে হবে।’- সূত্রঃ সময় টিভি
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে