বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৯:২০:১৮

তিন নাকি ছয়, কোন পজিশনে খেলে ডিপিএল মাতাবেন সাব্বির?

তিন নাকি ছয়, কোন পজিশনে খেলে ডিপিএল মাতাবেন সাব্বির?

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এই আসরে প্রাইম ব্যাংকের জার্সি গায়ে মাঠ মাতাবেন রঙিন জার্সির টি২০ স্পেশালিস্ট সাব্বির রহমান রুম্মন। বর্তমান চ্যাম্পিয়ন হওয়াতে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে তারা। এছাড়া নতুন ও অভিজ্ঞদের নিয়ে ঢেলে সাজানো হয়েছে দলটি।

আজ (বুধবার) সকালে প্রাইম ব্যাংকের হয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনে আসেন সাব্বির-রুবেলরা।

এ সময় নিজের ব্যাটিং পজিশন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাব্বির। বলেন, ‘তিন নম্বরই ঠিক আছে আপাতত। এটা নির্ভর করবে ফর্মের উপর। এখন তিন নম্বরে ভালো খেলছি, আগে পাঁচ ছয়ে নামতাম। আমি তিন-চারেই ব্যাট করবো। তবে পজিশন যাই হোক, চেষ্টা করবো ধারাবাহিকতা ধরে রাখার।’

তবে বরাবরের মতই দলের জন্য নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত এই টি-২০ স্পেশালিস্ট। জানালেন, ‘আমি যে দলেই খেলি না কেন চ্যাম্পিয়ন রানারআপ যাই হোক, আমার সবসময় চেষ্টা থাকে শতভাগ দেয়ার। এ দলেও দেব ইনশাল্লাহ। মূল লক্ষ্য আমি যেহেতু আইকন প্লেয়ার আমি চেষ্টা করবো শতভাগ দেয়ার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা।’

প্রাইম ব্যাংক:
নুরুল হাসান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মেহেদী মারুফ, তাইবুর পারভেজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, ইয়াসির আলী রাব্বি, মনির হোসেন, শেহনাজ আহমেদ, মোহাম্মদ আজিম, জনি তালুকদার, ইয়াসির আরাফাত মিশু
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে