বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ১০:৪৩:২৬

বৌদ্ধ ভিক্ষুর ভবিষ্যদ্বানী প্রিমিয়ার লিগ শিরপা এবার.....

বৌদ্ধ ভিক্ষুর ভবিষ্যদ্বানী প্রিমিয়ার লিগ শিরপা এবার.....

স্পোর্টস ডেস্ক : থাইল্যান্ডের শীর্ষ এক বৌদ্ধ ভিক্ষু ভবিষ্যদ্বাণী করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিপ ফুটবলে এবার জিতবে লেস্টার সিটি।

ক্লাব মালিকের আমন্ত্রণে লেস্টার সিটিকে আশীর্বাদ করতে ব্রিটেন যাচ্ছেন ৬৩ বছরের এই বৌদ্ধ ভিক্ষু ফ্রা প্রোমাংকালাচান।

লেস্টার সিটির মালিক থাইল্যান্ডের বিয়ার ব্যবসায়ী ভিচাই শ্রীভাদানাপ্রভা। তিনি এই ভিক্ষুর একজন শিষ্য।

কেন তিনি মনে করছেন লেস্টার সিটি শিরোপা জিতবে? এই প্রশ্নে রয়টরস টেলিভিশনকে ফ্রা প্রোমাংকালাচান বলেন, "এটা কোনো ম্যাজিক নয়, ভিচাই তার ভালো কর্মের ফল পাবেন।"

লেস্টার সিটি এবারের ইংলিশ ক্লাব ফুটবলে ঝড় তুলেছে। যে ক্লাবটি গতবছর রেলিগেশনের ঝুঁকিতে ছিল, তারা এবার প্রিমিয়ারশিপের চূড়ান্ত পর্যায়ে এসেও পয়েন্ট তালিকার শীর্ষে।

এখনো পর্যন্ত শিরোপার জন্য লেস্টার সিটিই ফেভারিট, কিন্তু লন্ডনের ক্লাব টটেনহ্যাম এখন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তবে যে চারটি ম্যাচ এখনো বাকি রয়েছে, সেগুলোর ফলাফলের ওপরই নির্ভর করবে লেস্টারের শিরোপা।

বোঝাই যাচ্ছে, শেষ পর্যায়ে এসে এই অনিশ্চয়তায় পড়ে লেস্টার সিটির থাই মালিক তার ধর্মগুরুর দ্বারস্থ হয়েছেন।-বিবিসি
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে