বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৯:২২:১৬

‘আগের চেয়ে এবার আরও দুই-তিনশ রান বেশি করতে চাই’

 ‘আগের চেয়ে এবার আরও দুই-তিনশ রান বেশি করতে চাই’

স্পোর্টস ডেস্ক : টাইগার ক্রিকেটারদের মধ্যে নতুন আইকন ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান। সাব্বির রুম্মানকে নিয়ে হয় কাড়াকাড়ি।

অবশেষে সাব্বিরকে পেয়েছে প্রাইম ব্যাংক। অবাক হয়েছেন অন্যান্য দল মালিকরা। সাব্বির রুম্মান প্রথম বারের মত আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন।

বেশ আনন্দও তার মনে। আইকন হওয়া ও ঢাকা প্রিমিয়ার লিগে দল পাওয়ার বিষয়ে সাব্বির বলেন, এখন আমি নতুন উচ্চতায়।

আমার দায়িত্ব বেড়েছে অনেক। সাব্বির রুম্মান বলেন, আমাকে ভালো খেলতেই হবে। আর ভালো খেলতে পারলে  দলের তরুণরা উৎসাহিত হবে।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করতে নারাজ সাব্বির। কাগজের আর কলমের হিসেব দিয়ে তেমন কিছু হয়না বরং মাঠেই খেলতে হয় বলে বিশ্বাস সাব্বিরের।

এ কারণে নির্দিষ্ট কোনো লক্ষ্য না জানালেও সাব্বির বলেন, গতবারের চেয়ে অন্তত দুই-তিনশ রান বেশি করতে চাই। আর বল হাতে আগের চেয়ে পাঁচটি উইকেট বেশি পেতে চাই।

ঘরোয়া লিগেও ৩ নম্বরে ব্যাট করতে নামার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, একটা সময় খুবই ভয়ে ভয়ে ক্রিকেট খেলতাম। আর এখন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।

জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়োন্টিতে ভালো খেলার অভিজ্ঞতা ঘরোয়া আসরে দেখানোর প্রত্যয় উঠে আসে সাব্বির রুম্মানের কন্ঠ থেকে।
২১ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে