বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ১০:৪৬:৪৪

সুয়ারেজের চার গোলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা

সুয়ারেজের চার গোলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: টানা তিন ম্যাচে হারের পর দেপোর্তিভোর লায়ের বিপক্ষে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা।

গতকাল (বুধবার) রাতে দেপোর্তিভো লায়ের বিপক্ষে ম্যাচটিতে ৮-০ গোলে জিতেছে লুইস এনরিকের দলটি। চারটি গোল করেছেন লুইস সুয়ারেজ। একটি করে গোল করেছেন রাকিতিচ, নেইমার, মেসি ও মার্ক বার্ত্রা।

বুধবার রাতে দেপোর্তিভোর মাঠে ১১ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। কর্নার থেকে বল এসে পড়ে প্রায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা সুয়ারেজের কাছে। সরাসরি বল জালে ঠেলে দেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। ২৪তম মিনিটে আবারও ব্যবধান বাড়ান সুয়ারেজ। মেসির দুর্দান্ত পাসে বল পেয়ে সামনে থাকা গোলরক্ষককে কোনাকুনি শটে পরাস্ত করেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার।

বিরতির পর দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে সুয়ারেজের ক্রসে বল পেয়ে প্রথম সুযোগেই জালে জড়িয়ে দেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিতিচ। ৫৩তম মিনিটে মেসির দুর্দান্ত বাড়ানো বলে ডান পায়ে নেওয়া শটে হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারেজ।

৬৪তম মিনিটে সুয়ারেজের চতুর্থ গোলে বড় অবদান নেইমারের। মেসির লম্বা পাসে বল পেয়ে নিজে শট না নিয়ে ব্রাজিল অধিনায়ক বল পাঠিয়েছিলেন ডানে ফাঁকায় থাকা সুয়ারেজকে। লা লিগার এই মৌসুমে ৩০টি গোল করে গোলদাতাদের তালিকায় রোনালদোর (৩১) পেছনেই আছেন সুয়ারেজ।

৭৩তম মিনিটে গোলের দেখা পান মেসি। ডান দিক থেকে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সের মাঝে বল পাঠিয়েছিলেন সুয়ারেজ। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে তা অনায়াসে জালে জড়িয়ে দেন আর্জেন্টিনা অধিনায়ক। এবারের লা লিগায় মেসির এটা ২৪তম গোল।

ছয় মিনিট পরেই একক প্রচেষ্টায় বল নিয়ে ডি-বক্সে এগিয়ে গোল করেন জেরার্ড পিকের জায়গায় খেলতে নামা মার্ক বার্ত্রা। ৮১তম মিনিটে আবারও গোলে অবদান রাখেন সুয়ারেজ। ডান দিক থেকে তার পাসে গোলরক্ষককে ফাঁকি দিয়ে নেওয়া শটে পাঁচ ম্যাচ পর গোল করেন নেইমার। লা লিগার এই মৌসুমে ব্রাজিলের এই ফরোয়ার্ডের গোল হলো ২২টি।

দুর্দান্ত এই জয়ে জমে ওঠা শিরোপা লড়াইয়ে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে সবার উপরেই থাকল বার্সেলোনা। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রিয়াল।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে