বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৬:০৭:০৮

‘প্রশংসায় ভাসালেও মুস্তাফিজকে চাপের মধ্যেই রাখছেন ওয়ার্নার’

‘প্রশংসায় ভাসালেও মুস্তাফিজকে চাপের মধ্যেই রাখছেন ওয়ার্নার’

স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ২০ বছর। এই অল্প বয়সেও ভালো চাপ নিতে পারেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এর জন্য কি বিদেশি লিগ খেলতে গিয়ে ‘বলির পাঠা’ হতে হবে তাকে? ডেথ ওভারে মুস্তাফিজের বোলিং খুবই কার্যকর এমন ধরনের প্রশংসায় ভাসাচ্ছেন মুস্তাফিজকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, তাকেই রাখছেন অন্যদের থেকে বেশি চাপে। তাই বলে কি প্রতি ম্যাচেই ডেথ ওভারেই বল করতে হবে মুস্তাফিজকে? অন্য কোনো সময়ে মুস্তাফিজকে দিয়ে বোলিং করাতেই রাজি নন তিনি?

সবশেষ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সিমিং কন্ডিশনেও মুস্তাফিজুর রহমানকে এনেছেন চতুর্থ বোলার হিসেবে। প্রথমে ১ ওভার করিয়ে আবারো সরিয়ে নিলেন। দ্বিতীয়বার বোলিংয়ে আসতেই ১৪ ওভার শেষ। এবার একাধারে ৩ ওভার বোলিং করতে হলো মুস্তাফিজকে।

বল হাতে শুরুটা অবশ্য ভালো হয়নি  মুস্তাফিজের। প্রথম ওভারে দিয়েছেন ৯ রান। পরের ওভারে ১৩ রান। তবে ব্যাটসম্যানরা যখন ঝলসে ওঠেন, অর্থাৎ ম্যাচের শেষ দিকে ২ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ১০ রান। মোট ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে হার্দিক পান্ডিয়ার উইকেটটি পকেটে পুরেছেন বাংলাদেশের কাটার স্পেশালিস্ট। এটা হায়দরাবাদের জয়ে বড় ভূমিকা পালন করেছে।

এর আগের ম্যাচেও মুস্তাফিজকে দিয়ে ডেথ ওভারেই বল করিয়েছেন ওয়ার্নার। মু্স্তাফিজ ভক্তদের এখন প্রশ্ন তাকে প্রশংসায় ভাসিয়ে প্রতি ম্যাচেই কেন বারবার ডেথ ওভারেই বল করানো হচ্ছে?
২১ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে