বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৬:৩৫:১৩

আমার থেকে কী আশা করছে জানিনা, আশা করি ভালো কিছুই দিতে পারবো: মাশরাফি

আমার থেকে কী আশা করছে জানিনা, আশা করি ভালো কিছুই দিতে পারবো: মাশরাফি

স্পোর্টস ডেস্ক : আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রথম দিনেই মাঠে নামছে ৬টি দল। শুক্রবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী খেলবে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে। এবারের আসরে তামিম ইকবাল খেলছেন আবাহনীর হয়ে। অন্যদিকে কলবাগানে আছেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার দুই দলের ক্রিকেটাররা মিরপুরের একাডেমিতে অনুশীলন করেছেন। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এসময় দল যেমনই হোক, কলাবাগানের আশা মাশরাফি তাদের দলে আছে। দল ভালো খেলবে। এই বিষয়ে আপনার ভাবনা কী? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আসলে প্রমাণ করার কিছু নেই। তারা আমাকে অনেক আশা করেই নিয়েছে। তাই আমারও একটা দায়িত্ব আছে। তারা আমার থেকে কী আশা করছে জানি না। তবে আমি আশা করি ভালো কিছুই দিতে পারবো।

তিনি বলেন, শুরুতেই ভালো করার আশা করছি। ভালো খেলতে হবে অবশ্যই। তবে এক তরফাও হতে পারে, আবার চ্যালেঞ্জিংও হতে পারে। শুধু আবাহনীর জন্য না। কলাবাগানের জন্যও এটা ভিন্ন চ্যালেঞ্জ। সুপার লিগে ওঠা থেকে শুরু করে একটি ভালো অবস্থানে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ। প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে খেলতে হবে। একটা ম্যাচ এদিক-সেদিক হলে সমস্যা।

আগামীকালের ম্যাচের প্রসঙ্গে তিনি বলেন, ‘কাল বেটার সাইড উইন করবে। কাগজ কলম দিয়ে ক্রিকেট খেলা হয় না। বাংলাদেশ দলের অন্যতম সেরা ইনফর্ম খেলোয়াড় আছে, ভালো তরুণ খেলোয়াড় আছে ওদের। তবে এমন না যে সেটা অসম্ভব। এমন জায়গা থেকে যদি আমরা জিতে যাই। সবাই হয়তো আপসেট বলবে। কিন্তু আমি তা বলবো না।
২১ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে