বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৭:৩৭:১১

ওরাই বলে, ইংল্যান্ডের কাউন্টি টুর্নামেন্টের মতোই মানসম্মত ঢাকা প্রিমিয়ার লিগ: তামিম

ওরাই বলে, ইংল্যান্ডের কাউন্টি টুর্নামেন্টের মতোই মানসম্মত ঢাকা প্রিমিয়ার লিগ: তামিম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ৫০ ওভারের কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের। তাই কাউন্টি ক্রিকেট আর ঢাকা প্রিমিয়ার লিগের মধ্যে তুলনা করা তার জন্য মোটেও অস্বাভাবিক কিছু নয়।

বৃহস্পতিবার মিরপুর একাডেমিতে তামিম সাংবাদিকদের বলেন, এই একটি টুর্নামেন্টে অনেক বিদেশি ক্রিকেটার খেলে। আমরা যখন বাইরে খেলতে যাই, ওরা বলে ওটার (ঢাকা লিগ) স্ট্যান্ডার্ড অনেক ভালো। আমি ব্যক্তিগতভাবে কাউন্টির ওয়ানডে টুর্নামেন্টের থেকে আমাদের এই লিগকে কোনওভাবেই কম মনে করি না।

তিনি বলেন, এখানে অনেক কম সুযোগ-সুবিধা সত্ত্বেও ক্রিকেটাররা যে চাপ নিয়ে খেলে; ব্যাপারটাই অন্য রকম। এখানে একটুও রিল্যাক্স হওয়ার সুযোগ নেই। জাতীয় দল এবং এর বাইরে যারা আছে; আমি নিশ্চিত ভালো করার চেষ্টা করবে এখানে।

এবারের লিগে আপনার টার্গেট কি জানতে চাইলে তামিম বলেন, কোনও টার্গেট নিয়ে নামছি না। এটা ঠিক যদি আন্তর্জাতিক কোনও খেলা হতো তাহলে খেলোয়াড়দের মধ্যে ভিন্নরকম উত্তেজনা দেখা যেত। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

এসময় তিনি আরো বলেন, এই একটা টুর্নামেন্ট যেখানে আমার কাছে মনে হয় প্রত্যেকটা খেলোয়াড় খুব সিরিয়াস থাকে। এই টুর্নামেন্টের পারফরম্যান্স সবচেয়ে বেশি কাউন্ট করা হয়। দ্বিতীয়ত এখানে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এই দিক থেকে সবার অনেক আগ্রহ থাকে। বাংলাদেশ দলে যারা যাওয়া-আসার মধ্যে থাকে; তাদের জন্য এই টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা জাতীয় দলে নিয়মিত খেলছি, তারাও ভালো করতে মুখিয়ে থাকি।
২১ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে