বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৮:০৯:৪৫

তামিম ভক্তদের জন্য একটি সুখবর এসেছে ইউটিউবে!

তামিম ভক্তদের জন্য একটি সুখবর এসেছে ইউটিউবে!

স্পোর্টস ডেস্ক : লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ইউটিউব চ্যানেল ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছে। এই ভিডিওতে টেস্ট ক্রিকেটের আবাসভূমি লর্ডসে(লর্ডস ক্রিকেট গ্রাউন্ড) দ্রুততম তিন সেঞ্চুরিয়ানকে তুলে ধরা হয়েছে। এদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল।

২০১৫ সালে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৫ বলে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। ৯২ বলে ১০১ রান করে আউট হয়েছিলেন তিনি। এই ইনিংস খেলতে ১৫টি চার ও তিনটি ছয় মেরেছিলেন স্টোকস। এই ম্যাচে ইংল্যান্ড জিতেছিলো ১২৪ রানে।

১৯৯০ সালে লর্ডসে ৮৭ বলে সেঞ্চুরি করেছিলেন ভারতের মোহাম্মদ আজহারুদ্দীন। ইংলিশদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ১১১ বল খেলে ১২১ রান করেছিলেন তিনি। তখনকার সময়ে লর্ডসে এটিই ছিলো টেস্টে দ্রুততম সেঞ্চুরি। পরে অবশ্য বেন স্টোকস এ রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড গড়েছেন।

২০১০ সালে লর্ডসে ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ওই ম্যাচে ১০০ বল খেলে ১০৩ রান করেছিলেন তামিম। ইংলিশদের বিরুদ্ধে এই ইনিংস খেলতে ১৫টি চার ও দুইটি ছয় মেরেছিলেন তিনি।
২১ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/কামাল/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে