বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৯:৩৬:২১

‘লম্বা রেসের ঘোড়া কাটার মাস্টার মুস্তাফিজ’

‘লম্বা রেসের ঘোড়া কাটার মাস্টার মুস্তাফিজ’

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে প্রতিভা তো অনেক বোলারেরই আছে।  কিন্তু কাটার মাস্টার মুস্তাফিজের মতো প্রতিভাবান ক'জনাই বা আছেন।  চাপের মুখে সেই প্রতিভা কাজে লাগাতে জানেন মুস্তাফিজ।  

সে সবার থেকে যে একটু আলাদা।  কঠোর পরিশ্রমী ছেলে।  ২০ বছর বয়সেই যথেষ্ট পরিণত।  ভারতের গ্রেট ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করতেই এসেছে মুস্তাফিজ।  লম্বা রেসের ঘোড়া হিসেবেই দেখছেন লক্ষ্মণ।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে যাচ্ছেন মুস্তাফিজ।  'কাটার মাস্টার' নামে বিম্বে পরিচিতি তার।  প্রথম মৌসুমেই আইপিএলে সুযোগ পেয়ে মুগ্ধ করে চলেছেন তিনি।  ট্রেন্ট বোল্টের মতো বোলারও তার কারণে একাদশে সুযোগ পাচ্ছেন না।

প্রথম ম্যাচে ২ উইকেট নেবার পরের দুটিতে পেয়েছেন ১টি করে উইকেট।  আজ বৃহস্পতিবার অ্যারন ফিঞ্চকেও পরীক্ষা দিতে হবে।  টানা তিন ম্যাচে জেতা গুজরাট লায়ন্স রাজকোটে মুস্তাফিজদের সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি।  সানরাইজার্সের মেন্টর লক্ষ্মণ এই তিন ম্যাচ ও মাঠের বাইরে মুস্তাফিজকে কাছ থেকে দেখেছেন।

চাপের মুখে অনেক প্রতিভাবান ক্রিকেটার সেটা করতে পারে না।  সেখানে মুস্তাফিজ সেটা নিয়মিত করে যাচ্ছে।  মুস্তাফিজের প্রশংসা করে লক্ষ্মণ জানিয়েছেন, খুব আত্মবিশ্বাসী ছেলেটি।  তার কাজের উদ্যম দারুণ।  খুব স্মার্ট একজন বোলার।  নৈপুণ্যের ওপর কঠোর পরিশ্রমও করে সে।  এ কারণেই আমার মনে হয়, এক বছরেই যে অবস্থা লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাবে সে।

ভারতীয় জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার আগাম ম্যাচ রিভিউতে।  এতে আজকের ম্যাচের যে তারকা বিশ্লেষণ রয়েছে সেখানে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজও বিশেষ গুরুত্ব পেয়েছেন।

রিভিউটিতে বলা হয়, এ দলে আর আছে মুস্তাফিজুর রহমান, আগামী কয়েক মৌসুমে নিলামের টেবিলে যাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে।
২১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে