শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ১২:২৩:৫৪

রেকর্ড গড়ে গুজরাতকে হারিয়েছে মুস্তাফিজের হায়দরাবাদ

রেকর্ড গড়ে গুজরাতকে হারিয়েছে মুস্তাফিজের হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচের পর অবশেষে পরাজয়। সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে একেবারে উড়ে গেল গুজরাত লায়ন্স। ওয়ার্নার ঝড়ে ভর করে রায়না ব্রিগেডের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল হায়দরাবাদ।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ডেভিড ওয়ার্নার। প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি গুজরাত দল। শুরুতেই অ্যারন ফিঞ্চ (০) ফিরে যাওয়ায় কিছুটা হলেও চাপে পড়ে যায় দল। এরপর কিছুক্ষণ ম্যাককলামের (১৮) সঙ্গে জুটি বাঁধেন রায়না। কিন্তু, সেই জুটিও বেশিদুর এগোতে পারেনি।

এরপর সকলেই প্রায় আসেন, আর উইকেটে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে যান। সম্মানজনক স্কোর বলতে রায়না একাই ৭৫ রান করেন। কিন্তু, অপরদিকে তাকে সঙ্গত দেওয়ার মত কেউই ছিল না। তবে সেক্ষেত্রে ভুবনেশ্বর কুমারের নাম করতেই হবে। তিনি নিজেই মাত্র ১১ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। ১৩৫ রানে শেষ হয় গুজরাতের ইনিংস।

জবাবে ব্যাট করতে নামে সানরাইজ়ার্স হায়দরাবাদ। আজকের ম্যাচে ফিরে এসেছেন ডেল স্টেইন। এটা গুজরাত দলের কাছে নিঃসন্দেহে একটা আলাদা প্রাপ্তি ছিল। কিন্তু, ওয়ার্নার (৭৪), এবং ধাওয়ান (৫৩) ঝড়ে কোনও বোলারই রুখে দাঁড়াতে পারেননি। মাত্র ১৪.৫ ওভারেই খেল খতম হয়ে যায়। ম্যাচের সেরা নির্বাচন করা হয় ভুবনেশ্বর কুমারকে।  
২২ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে