শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০২:২৮:৩৯

ম্যাচ সেরা হয়ে মুস্তাফিজ বন্দনায় ভুবনেশ্বর

ম্যাচ সেরা হয়ে মুস্তাফিজ বন্দনায় ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক : গুজরাতের সিংহ বধের মূল নায়ক তিনি। সবেমাত্রই ৪ উইকেট নিয়ে মাঠের বাইরে এসেছেন ভুবনেশ্বর কুমার। কিন্তু টিভি সাক্ষাৎকারে নিজের বা দলের চেয়ে বেশি কথা বলতে হলো মুস্তাফিজুর রহমানকে নিয়ে!

ইনিংস বিরতিতে টিভি সাক্ষাৎকারে ভুবনেশ্বর বলেন, ওর (মুস্তাফিজ) বোলিং অ্যাকশন একটু ভিন্ন, স্লোয়ার বল পড়তে পারা খুব কঠিন। সে দারুণ মজাপ্রিয়, ড্রেসিংরুমে মজা করে অনেক সবসময়। হিন্দি বা ইংরেজি জানে না বলে সেভাবে কথা বেশি বলে না। তবে যখন বলে, ক্রিকেট নিয়েই কথা বলে। এমনিতে দারুণ। কঠোর পরিশ্রমও করে সে।

এখানেই থেমে থাকেননি ভুবনেশ্বর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও জানালেন, বাংলাদেশি এই পেসারের কাছ থেকে ‘স্লোয়ার’ শেখার চেষ্টা করছেন তিনি। ভুবনেশ্বর বলেন, ‘মুস্তাফিজের সঙ্গে বল করতে পারা দারুণ ব্যাপার। তার কাছ থেকে আমি স্লোয়ার বল করা শেখার চেষ্টা করছি; কিন্তু সে যেভাবে এটা করে তা কেউ পারে না।’

বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে ৮ উইকেটে ১৩৫ রানে গুটিয়ে যায় লায়ন্স। মুস্তাফিজ একটি মাত্র উইকেট পেলেও প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রাখতে দারুণ অবদান রাখেন। ৪ ওভারে মাত্র ১৯ রান দেন তিনি। শেষ ওভারে ৩ উইকেট নিয়ে গুজরাট লায়ন্সের বিপক্ষে সানরাইজার্স হায়দাবাদের সফলতম বোলার ভুবনেশ্বর (৪/২৯)। ম্যাচ সেরাও নির্বাচিত হন ভুবনেশ্বর কুমার। ডেভিড ওয়ার্নার ও শেখর ধাওয়ানের ব্যাটিং দৃঢ়তায় ১০ উইকেটে জিতে সানরাইজার্স হায়দরাবাদ।

২২ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে