শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০২:৪৬:২২

কিংবদন্তি বুবকার সঙ্গে মুস্তাফিজের তুলনা

কিংবদন্তি বুবকার সঙ্গে মুস্তাফিজের তুলনা

স্পোর্টস ডেস্ক : সেরগেই বুবকার প্রতিদ্বন্দ্বী ছিলেন কেবল তিনিই। নিজেকে ছাড়িয়ে যাওয়াই ছিল ইউক্রেনিয়ান পোল ভোল্টারের নিত্য লড়াই। আইপিএলে আসার সাবেক বাঁহাতি পেসার ও ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স বলছেন, মুস্তাফিজও বুবকার মতো ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে!

উইলকিন্স বলেনস, মুস্তাফিজকে যতবার দেখবেন, পরমুহূর্তেই সে আরও দারুণ কিছু নিয়ে সে আপনার সামনে হাজির হবে। অনেকটা সের্গেই বুবকার মত, যে নিজের রেকর্ড প্রতিনিয়ত ছাড়িয়ে যেত নিজেই।

ক্যারিয়ারে পুরুষদের পোল ভল্টে ৩৫ বার বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন টানা ছয়বার বিশ্ব চ্যাম্পিয়শিপ জেতা বুবকা। এদিনও ধারাভাষ্যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মুস্তাফিজের। বলেছেন, সে অসাধারণ এক প্রতিভা। এত বৈচিত্র ওর হাতে, ব্যাটম্যানকে একটুও থিতু হতে দেয় না। ম্যাককালামের মত ব্যাটসম্যানকে স্বস্তি দেয়নি।

আপনারা যারা সারগেই বুবকারর নাম শুনেনি, তাদের বলে রাখি, এই ইউক্রেনিয়ান এথলিট(পোল ভোল্টার) নিজেই মনে হয় নিজের করা বিশ্ব রেকর্ড ১০/১৫ বার ভেঙ্গেছে!

এমন একজন কিংবদিন্ত খেলোয়াড়ের সাথে আমাদের মুস্তাফিজের তুলনা করছে এখন আন্তর্জাতিক ধারাভাষ্যকার'রা! ভাবতেই কেমন গর্ব হচ্ছিলো। ভাবছিলাম মুস্তাফিজকে কি আমরা বাংলাদেশিরাই চিনতাম বছর দুয়েক আগে! কেউ চিনতাম না।

সাতক্ষীরা থেকে এসে এই ছেলে এখন বিশ্ব ক্রিকেটের বিস্ময়! আইপিএল খেলা শেষেই যাবে ইংল্যান্ডের কাউণ্টি খেলতে! পৃথিবীর নামকরা ক্রিকেটাররা তো আমাদের মুস্তাফিজকে এখন "দ্যা ফিজ" নামে ডাকছে।

২২ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে