শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০৯:৪০:০২

‘বেঙ্গালুরুতেই মুস্তাফিজের কাটারের স্বাদ নিয়েছি’

‘বেঙ্গালুরুতেই মুস্তাফিজের কাটারের স্বাদ নিয়েছি’

স্পোর্টস ডেস্ক : চার কিংবা পাঁচটি নয় এক উইকেট নিয়েই আসল কাজটা সেরে দিয়েছিলেন মুস্তাফিজ। গুজরাট লায়ন্সের বিপক্ষে ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৯ রান। যার ইকোনোমি রেট ঈর্ষণীয় ৪.৭৫!

মুস্তাফিজের এই মিতব্যয়ী বোলিংই চাপে রেখেছে গুজরাটের ব্যাটসম্যানদের! যা সানরাইজার্স হায়দরাবাদের ১০ উইকেটের বড় ব্যবধানে জয়ের ভীত গড়ে দিয়েছে। ম্যাচ শেষে মুস্তাফিজের প্রশংসা করতে ভুল করেননি অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুস্তাফিজ-বন্দনায় ওয়ার্নার বলেন, ‘জয়ের কৃতিত্বটা বোলারদেরই দিতে হবে। তাদের নিয়ন্ত্রিত বোলিংই আমাদের জয়ের কাজটি সহজ করে দিয়েছে। ভুবি (ভুবনেশ্বর) ও ফিজি (মুস্তাফিজ) অসাধারণ বোলিং করেছে। বিশেষ করে মুস্তাফিজের বোলিং বৈচিত্র্য ছিল দারুণ। বেঙ্গালুরুতেই (টি২০ বিশ্বকাপ) মুস্তাফিজের কাটারের স্বাদ নিয়েছি। তাকে মোকাবিলা করতে গিয়ে খুব সমস্যায় পড়েছিলাম।’  
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে