শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ১২:১৮:১৫

মুস্তাফিজের জাদুতে মাটিতে নামল উড়তে থাকা গুজরাট

মুস্তাফিজের জাদুতে মাটিতে নামল উড়তে থাকা গুজরাট

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে খুবই শক্তিশালী দল গুজরাট লায়নস। তারকা সমৃদ্ধ গুজরাট টানা ৩টি ম্যাচে বিশাল জয় পায়। সাফল্য ডানায় উড়তে ছিল গুজরাট।

তবে এই গুজরাট মাটিতে নামল কাটার বয় মুস্তাফিজের জাদুতে। মুস্তাফিজদের দায়দারাবাদ নিজেদের প্রথম দুই ম্যাচে যেমন খেলেছে তাতে ধারনা করা হয় ব্যাটিং লাইনে খুবই দুর্বল তারা।

ওয়ার্নার ছাড়া ব্যাট হাতে ভালো করতে দেখা যায়নি কাউকে। দলের ৪র্থ ম্যাচে ওয়ার্নারের সাথে তাল মিলাতে শুরু করেন ভারতীয় ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান।

অপরাজিত জোড়া হাফসেঞ্চুরিতে জয় এনে দেন এই দুই ওপেনার। আর একই সাথে যেন আকাশ থেকে মাটিতে নামে গুজরাট। অ্যারণ ফিঞ্জ, ম্যাককালাম, রায়না ও ব্রাভোর দল এমনভাবে হেরে যাবে তা ছিল ধারনার বাইরে।

তবে হায়দারাবাদের ড্রেসিং রুমই তাদের সাফল্যর চাবিকাঠি। আর ড্রেসিং রুমের চিত্র বদলে দিয়েছেন মুস্তাফিজ। মুস্তাফিজ পারলে অন্যরা কেন পারবে না।

দলের মানসিকতা পাল্টে দিয়েছেন মুস্তাফিজ। হায়দারাবাদের বোলার প্রবীন কুমারের কন্ঠ থেকেই উঠে আসে এই তথ্য। মুস্তাফিজের কাছ থেকে স্লোয়ার দিতে শিখেন প্রবীন কুমার।

গুজরাটের বিপক্ষে স্লোয়ার দিয়ে সাফল্য পেয়েছেন তিনি। নিয়েছেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। নিজে ৪টি উইকেট পাওয়ার কীর্তিত্ব মুস্তাফিজকে দিতে ভুলেননি তিনি।

দলের সাফল্যর জন্য এখন মেন্টর হিসেবে রয়েছেন মুস্তাফিজ। খুবই ভালো করছেন তিনি। প্রতিটি কল বিশ্লেষণযোগ্য ও দেখার মত। মুস্তাফিজ দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে প্রেরণা দিয়েছেন দলের সবাইকে।

আর এখন দেখা যাচ্ছে সাফল্য ডানায় মুস্তাফিজের দল। পয়েন্ট টেবিলে সবার উপড়ে থাকা গুজরাট যেভাবে মুস্তাফিজদের কাছে হামাগুড়ি দিয়েছে সেটা নিয়ে বিশ্লেষণ থাকছে গোটা আইপিএল জুড়ে।
২২ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে