রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০১:৪৫:৫৯

ম্যাচ সেরা হয়ে সেই রমিজ রাজাকে মুস্তাফিজের বাংলায় জবাব!

ম্যাচ সেরা হয়ে সেই রমিজ রাজাকে মুস্তাফিজের বাংলায় জবাব!

স্পোর্টস ডেস্ক : ম্যান জয়ের পর ম্যাচ সেরার পুরস্কার নিতে রমিজ রাজা ডাকলেন বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমানকে। ম্যাচ সেরা নামটি শুনে হায়দরাবাদের গ্যালারির দর্শকদের তখন বাঁধ ভাঙা উল্লাস। ম্যাচ সেরার পুরস্কারটা তার জন্য প্রত্যাশিতই ছিল। আর তিনি সেটা পেয়েও গেলেন। তারপর সেই পুরস্কার হাতে নিয়ে এক কাণ্ড করে বসলেন হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজার প্রশ্নের জবাবে কথা বললেন শুদ্ধ বাংলাতে। পুরস্কার নিয়ে কাছে আসতেই রমিজ রাজা মুস্তাফিজকে বললেন, ‘say something in bengali (তুমি বাংলায় কিছু বলো)।’

মাইক হাতে নিয়ে মুস্তাফিজ বাংলায় বললেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। আজকের গেমটা অনেক ভালো হইছে। সবাই অনেক এনজয় করছে! সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।’

যাইহোক হায়দরাবাদের দর্শকরা বাংলা বুঝেছে কিনা তা জানা গেল না। তবে মুস্তাফিজকে বাংলায় বলতে শুনে দর্শকরা উল্লাসিত হয়ে উঠলেন।

এই রমিজ রাজাই চলতি বছর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালকে বলেছিলেন, ‘আমি আসলে তোমার ভাষায় কথা বলতে পারিনা। এখন কি করবো? ইংরেজিতে বলবে? সেই রমিজ রাজাই মুস্তাফিজকে বললেন, ‘say something in bengali (তুমি বাংলায় কিছু বলো)।’

মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে চলতি আইপিএলের আশা কার্যত শেষ হয়ে গেল কিংস ইলেভেন পাঞ্জাবের। আজ ১৩ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জয়লাভ করে মুস্তাফিজরা। ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি উইকেট, দিয়েছেন একটি মেডেন ওভার।

২৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে