বুধবার, ১১ মে, ২০১৬, ০৪:৪১:৫০

ভারতে কোহলির চেয়েও জনপ্রিয় বাংলাদেশের মুস্তাফিজ: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

ভারতে কোহলির চেয়েও জনপ্রিয় বাংলাদেশের মুস্তাফিজ: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

স্পোর্টস ডেস্ক : ভারতে মুস্তাফিজের যত ফ্যান আছে, বিরাট কোহলির তত নেই—এটা সত্য। আইপিএলে মুস্তাফিজ যেভাবে খেলছেন, প্রতিদিন তাকে নিয়ে ভারতের পত্রিকায় খবর আসে। আমার বাড়িতে এটা নিয়ে তো লড়াই। আমি বিরাটের ফ্যান, আর ছেলেমেয়ে মুস্তাফিজের ফ্যান। আমার বউও তাই। মানে ডিভোর্স হওয়ার জোগাড়।   

মঙ্গলবার এশিয়াটিক সোসাইটি আয়োজিত ‘বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী এসব কথা বলেন।

বিদ্যুৎ চক্রবর্তী বলেন, ভারতের প্রতিটি সংবাদপত্রে মুস্তাফিজকে একবার উল্লেখ করা হচ্ছেই। প্রত্যেক বড় বড় খেলোয়াড় ডেল স্টেইন, মুত্তিয়া মুরলিধরন, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেসহ মুস্তাফিজের প্রশংসা করছেন।

তিনি আরো বলেন, মুস্তাফিজ আমাদের এই অঞ্চলে এক বিরাট আবিষ্কার, সেটা আমি জোরগলায় বলতে পারি। আমি বলি, মুস্তাফিজ ইন্ডিয়ায় জন্মালেন না কেন, তাহলে ভারতের হয়ে খেলতে পারতেন। আমি নিজে ওর খেলা দেখেছি। যেভাবে খেলছেন, একদিন অনেক বড় খেলোয়াড় হবেন।

আন্তর্জাতিক ক্রিকেটেঅভিষেকের পর থেকে প্রতিটি ম্যাচেই নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজ। সেই ধারা অব্যাহত রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও(আইপিএল)। এ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১০টি ম্যাচে বল করে ১৩টি উইকেট পেয়েছেন মুস্তাফিজ। তবে কম রান দেয়ার ক্ষেত্রে শীর্ষে আছেন তিনি।
১১ মে ২০১৬/এমটিনিউজ২৪/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে