শনিবার, ১৪ মে, ২০১৬, ০৭:০৪:০৬

‘খেলা আমাকে ছেড়ে দেয়ার আগে আমিই খেলা ছেড়ে দেব’

‘খেলা আমাকে ছেড়ে দেয়ার আগে আমিই খেলা ছেড়ে দেব’

শান্ত মাহমুদ : সোনালী সময় পেরিয়ে ধীরে ধীরে বিবর্ণ হতে দেখা গেছে ক্রিকেটের অনেক মহরথীকেই। বিদায় বেলায় ভালো করে জোটেনি নূন্যতম সম্মানটুকুও। ফর্ম হারিয়ে চুপিসারেই ক্রিকেটে থেকে সরে গেছেন অনেক তারকা ক্রিকেটার। তবে ক্যারিয়ারের এমন পর্যায়ে যেতে চান না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের নিয়মিত সদস্য শাহরিয়ার নাফিস।

জাতীয় দলের হয়ে খেলেছেন সর্বশেষ ২০১৩ সালে। এরপর থেকে ঘরোয়া ক্রিকেট নিয়েই আছেন বাঁহাতি এই ওপেনার। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। আগের ম্যাচে হার না মানা ৮৪ রান করার পর শনিবার ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে খেলেছেন ১৩৪ রানের অনবদ্য এক ইনিংস। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো দেখেন নাফিস।  

তবে ক্রিকেট তাকে ছাড়ার আগে তিনিই ক্রিকেটকে ছেড়ে দিতে চান। নিভে যাওয়া তারা হয়ে ক্রিকেট থেকে পালাতে চান না টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে পাঁচটি শতকের মালিক নাফিস, ‘আমি যদি ক্যারিয়ারের এই পর্যায়ে এসে পারফর্ম না করতে পারি তাহলে হয়তো দেখা যাবে খেলাটাই আমাকে ছেড়ে দিয়েছে। খেলা আমাকে ছেড়ে দেয়ার আগে আমি খেলাটাকে ছাড়তে চাই।’

তবে জাতীয় দল নিয়ে ততোটা মাথা ঘামাচ্ছেন না বাংলাদেশের হয়ে ২৪ টেস্ট ও ৭৫ ওয়ানডে খেলা টপ অর্ডার এই ব্যাটসম্যান, ‘জাতীয় দলটা আমি চিন্তা করছি না। কারণ জাতীয় দলে ঢোকার ক্ষেত্রে অনেক অবস্থা থাকে, কম্বিনেশন থাকে। সবাই চায় জাতীয় দল ভালো করুক। আমি যদি পারফরম্যান্স করে আমার কাজটি এগিয়ে না রাখি, তাহলে দলে সুযোগ আসবে না। আর যেহেতু আমি দীর্ঘ নয় বছর জাতীয় দলে  এবং ১৬ বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছি, নিজের নামের একটা সুবিচারের ব্যাপার আছে।’

সব সময়ই ফিটনেস নিয়ে কাজ করেন নাফিস। সাম্প্রতিক সময়ে তার ফিটনেসের বেশ উন্নতি হয়েছে। এ নিয়ে জানতে চাইলে নাফিস বলেন, ‘আসলে সময়ের সাথে সাথে খেলাটা অনেক এগিয়েছে। আমাকে নিয়ে অভিযোগ ছিলো যে, আমি ফিটনেসের দিক থেকে একটু দূর্বল। এখন ক্রিকেট অনেক এগিয়েছে, ফলে এটার কোনো বিকল্প ছিলো না। দুই তিন বছর ধরে চেষ্টা করছি ফিটনেসটাকে সময়ের সাথে সাথে আরো উন্নত করার। আলহামদুলিল্লাহ গত এক বছরে অনেক উন্নতি হয়েছে।’-প্রিয়ডটকম
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে