শনিবার, ১৪ মে, ২০১৬, ০৭:১৮:২০

মাশরাফি এমনই, রেকর্ড গড়া সেঞ্চুরিতে নয়, দলের জয়েই খুশি তিনি

মাশরাফি এমনই, রেকর্ড গড়া সেঞ্চুরিতে নয়, দলের জয়েই খুশি তিনি

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে(ডিপিএল) শনিবার প্রথম সেঞ্চুরি করেছেন মাশরাফি বিন মুর্তজা। শুধু তাই নয় তিনি দুটি রেকর্ড গড়ে এই সেঞ্চুরি করেছেন। ১১টি ছয় ও ৫০ বলে সেঞ্চুরি করে সর্বাধিক ছক্কা ও লিস্ট 'এ' ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুতগতির সেঞ্চুরির মালিক এখন মাশরাফি। শনিবার তার সেঞ্চুরিতেই কলাবাগান শেখ জামালের বিপক্ষে ২১ রানে জিতেছে।

ম্যাচ শেষে মাশরাফি বলেন, সেঞ্চুরি করেছি। অবশ্যই ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে দল জিতেছে এই কারণে। দল জেতাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

হাফসেঞ্চুরির পর কি ভেবেছিলেন সেঞ্চুরি এতো তাড়াতাড়ি চলে আসবে? জানতে চাইলে মাশরাফি বলেন, না, এমনটা ভাবিনি। দলের রান রেট বাড়াতে আগে নেমেছিলাম।

৬ রাউন্ড শেষে মাশরাফির কলাবাগান মাত্র দুটি ম্যাচ জিতেছে। সুপার সিক্সে খেলতে হলে পরের সবগুলো ম্যাচ জিততে হবে। সেই সঙ্গে অন্যদলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। মাশরাফি একটু আক্ষেপ করেই জানালেন, আমরা আরও একটু ভালো ক্রিকেট খেললে আরও ২-১ ম্যাচ জিততে পারতাম। জিতলে আমাদের অবস্থা আরও ভালো হতো।

চ্যালেঞ্জ বেড়ে গেল কিনা। জানতে চাইলে মাশরাফি বলেন, চ্যালেঞ্জ শুরু থেকেই ছিল। কিন্তু আমরা চ্যালেঞ্জটা নিতে পারিনি। আজ জিতে ভালো একটা মোমেটাম তৈরি হলো। আশা করি সামনের পাঁচটা ম্যাচ আছে। সেখানে ভালো ক্রিকেট খেলতে হবে।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে