শনিবার, ১৪ মে, ২০১৬, ০৭:৩৪:০১

১২ ছক্কা ১০টি চার আইপিএলে ভিলিয়ার্স ঝড়

১২ ছক্কা ১০টি চার আইপিএলে ভিলিয়ার্স ঝড়

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলমান নবম আসরে আজ ৪৪ তম ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ জনপ্রিয় ফর‌ম্যাট আইপিএলে কালবৈশাখী ঝড় আনলেন দক্ষিণ আফ্রিকিার ওপেনার ব্যাসম্যান ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর মারকুটে এবিডি ভিলিয়ার্স।

শনিবার বিকেল বেঙ্গালুর চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে গুজরাট লায়ণ্সে বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে ক্রিকে আসেন অধিনঅয়ক বিরাট কোহলি এবং  ব্যাটিং দানব ক্রিজ গেইল। কিন্তু দুর্ভাগ্যজনক গেইল এদিন ফিরলেন ১৩ বলে মাত্র ৬ রান করে। ধবল কুলকার্নি একেবারে বোল্ড করে দিলেন তাঁকে।

এরপর ক্রিজে একসঙ্গে এবিডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলি। এবং দুজনেই ফর্মে। ২০ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তুলল, ৩ উইকেটে ২৪৮! সেঞ্চুরি এবি ডিভিলিয়ার্সের। যদিও আরও বড় খবর সেঞ্চুরি বিরাট কোহলিরও!

তবে এদিন অপরাজিত ১২৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন ভিলিয়ার্স। এবি ডিভিলিয়ার্স সেঞ্চুরি করলেন ৪৩ বলে। এটা আইপিএলের তার পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। আর তিনি এদিন আইপিএলে পূণ্য করেন ৩০০০ রানের মাইফলক। ভিলিয়ার্স আজ তার ইনিংসটি সাঁজান ১২ ছক্কা এবং ১০টি চার দিয়ে।  
১৪ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে