শনিবার, ১৪ মে, ২০১৬, ০৮:০৪:২২

ভিডিও অ্যানালাইসিস ও প্রযুক্তি দিয়ে মুস্তাফিজের সব অস্ত্র ধরা সম্ভব নয়: হাবিবুল বাশার

ভিডিও অ্যানালাইসিস ও প্রযুক্তি দিয়ে মুস্তাফিজের সব অস্ত্র ধরা সম্ভব নয়: হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) সর্বশেষ দুই ম্যাচে উইকেটহীন কাটার মস্টার মুস্তাফিজুর রহমান। সর্বশেষ দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে তার বোলিং ছিল রীতিমতো হতাশার। ৪ ওভারে দেন ৩৯ রান। তার কাটার যেন উধাও হয়ে গিয়েছিল এই ম্যাচে। তবু মুস্তাফিজের সক্ষমতা নিয়ে সংশয় নেই সাবেক খেলোয়াড়দের মনে।

সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার বলেন, এর আগের ম্যাচে তো ধোনির মতো ক্রিকেটারও মুস্তাফিজকে খেলতে পারেনি। ভুবনেশ্বর কুমার, আন্দ্রে রাসেল, ক্রিস জর্ডন, সামি, জহির খানরা যেখানে ইনিংসে ৫০ রানের বেশি খরচ করে ফেলেছেন, সেখানে এক ম্যাচে মুস্তাফিজ ৩৯ রান দেওয়া নিয়ে এত আলোচনা হওযা  উচিত না।

তিনি বলেন, টি২০তে যেখানে বোলারদের উপর চড়াও হয় ব্যাটসম্যানরা, সেখানে ওভার প্রতি ছয়ের ঘরে রান দিয়েছেন মুস্তাফিজ। এর চেয়ে ভালো বোলিং করা  কীভাবে সম্ভব? ওকে মেরে খেলা বিপজ্জনক বলেই  তো অধিকাংশ ব্যাটসম্যান মেরে খেলতে চায় না।

তিনি আরো বলেন, শেন ওয়ার্ন, মুরালিধরনও তো তাদের ক্যারিয়ারে কোনো না কোনো ইনিংসে বাজে বোলিং করেছেন, তার পরও তো তারা বিশ্বের সর্বকালের সেরা বোলার। এক ম্যাচে মুস্তাফিজ ৩৯ রান দিয়েছে বলে ওর সব কৌশল ধরে ফেলেছে, এমন ধারণা মোটেও ঠিক নয়। তা ছাড়া প্রতিটি ম্যাচে একজন বোলার উইকেট পাবে, এটা ভাবাও ঠিক নয়।

আইপিএলে মুস্তাফিজের কাটার রহস্য ধরতে প্রযুক্তির ব্যবহার করছে প্রতিপক্ষ দলগুলো। তবে প্রযুক্তির সব সুবিধা নিয়েও মুস্তাফিজের সব কৌশল জানা সম্ভব নয় উল্লেখ করে বাশার বলেন, মুস্তাফিজ কিন্তু সিম অফ করে ভেরিয়েশনে বল করছে না। কাটার দিয়েই ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করছে।

এ বিষয়ে তিন আরো বলেন, আইপিএলে এক একটি দলে প্রচুর সাপোর্টি স্টাফ।  তাই ভিডিও অ্যানালিসিস অথবা অন্য কোনও প্রযুক্তির মাধ্যমে মুস্তাফিজেরর বল বোঝার চেষ্টা করছে সবাই। তবে ওর কিছু কিছু অস্ত্র ধরতে পারলেও সমস্যার কিছুই দেখছি না।  মুস্তাফিজ যে মানের বোলার, তাতে ওর সব কাটার বুঝে ওঠা সম্ভব নয়।

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪-০-৪০-০, এমন বোলিংয়েও মুস্তাফিজকে নিয়ে কম কথা ওঠেনি। তখনই বলা হচ্ছিল, মুস্তাফিজের জারিজুরি বোধহয় শেষ। আর তার পরেই এসেছে এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপের সেই ম্যাচগুলো। সেই ভারতের বিরুদ্ধেই মুস্তাফিজুর হাজির হয়েছিলেন ৪-০-৩৪-২ এর স্পেল নিয়ে।

আর টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইডেনের সেই বোলিং তো বহু দিন মনে থাকবে সবারই। চার ওভারে ২২ রানে সে দিন ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তাই মাত্র একটি ম্যাচ দেখেই তাঁর সম্পর্কে এত সমালোচনার কারণ নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে