শনিবার, ১৪ মে, ২০১৬, ০৮:৪৪:১৬

বিশ্বরেকর্ড করার পরও কোহলি-ভিলিয়ার্সদের বিশাল জয়

বিশ্বরেকর্ড করার পরও কোহলি-ভিলিয়ার্সদের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক: এই মহূর্তে বিশ্ব ক্রিকেটে ভয়ংকরতম জুটির নাম বিরাট-এবিডি! যার সাক্ষী থাকল শনিবারের চিন্নাস্বামী৷ গুজরাত লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় উইকেটে ২২৯ রানের পার্টনারশিপ গড়ে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি ও এবি ডি’ভিলিয়ার্স৷  টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷ তবে এদিন কোহলি-ভিলিয়ার্স শুধু বিশ্বরেকর্ডই গড়েননি সাথে ১৪৪ রানের বিশাল জয়ও পেয়েছে।

টসে হেরে বিরাট ও এবিডি’র জোড়া সেঞ্চুরিতে তিন উইকেটে ২৪৮ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ বলে ১০৪ রান করে অলআউট হয়ে যায় গুজরাত লায়ন্স। ফলে ১৪৪ রানের বড় ব্যবধানে জয় কুড়ায় বেঙ্গালুর।

লায়ন্স বোলিংয়ের উপর দিয়ে বুলডোজার চালালেন এই দুই রয়্যাল ব্যাটসম্যান৷ ৫২ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেললেন ডি’ভিলিয়ার্স৷ বিধ্বংসী বললেও কম বলা হবে৷ ১২টি ছয় ও ১০ চারে সাজানো এবিডি’র ইনিংস৷

দলের ১৯ রানে ক্রিস গেইল (৬) ডাগ-আউটে ফেরার পর বিরাটের সঙ্গে ক্রিজে আসেন ডি’ভিলিয়ার্স৷ বাকিটা ইতিহাস! এবিডি’র ব্যাটিং তাণ্ডবের রেশ পড়ল বিরাটের ব্যাটেও৷ ৫৫ বলে ১০৯ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন আরসিবি অধিনায়ক৷

আইপিএল নাইনে এটি তৃতীয় সেঞ্চুরি বিরাটের৷৮টি ওভার বাউন্ডারি ও পাঁচটি বাউন্ডারি মারেন বিরাট৷ শেষ ৫ ওভারে ১১৬ রান তোলে বিরাট-এবিডি জুটি৷ওভার পিছু ২৩ রানেরও বেশি৷এদিন আরও একটি রেকর্ড গড়েন বিরাট৷ ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল-এ এক মরশুমে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান বিরাট৷

এদিন রবিন উথাপ্পার ৬৬০ রান টপকে সর্বাধিক রানের মালিক হন কোহলি৷আর চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল-এ ৩ হাজার রানের মালিক হন এবিডি৷
১৪ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে