শনিবার, ১৪ মে, ২০১৬, ১০:৪৩:০৪

ক্রিজ গেইলও রাজি

ক্রিজ গেইলও রাজি

স্পোর্টস ডেস্ক: ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিজ গেইলও রাজি হয়ে গেল দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের ব্যাপারে। সদ্য তিনি ভারতীয় একটি টেলিভিশনের দেয়া সাক্ষাৎকারে দিবা-রাত্রির টেস্টের প্রতি সমর্থন জানিয়েছেন। তার বিশ্বাস নতুন এ ধারাটি দীর্ঘ ভার্সনের ক্রিকেটকে আরো বেশি জনপ্রিয় করে তুলকে পারে।

গত নভেম্বরে এডিলেড ওভালে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। যে ম্যাচে ১ লাখ ২৩ হাজারের বেশি দর্শক মাঠে উপস্থিত হয়েছিল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা গেইল গেইল বলেন, ভক্তদের জন্য এটা হবে ভিন্ন ধর্মী কিছু। তবে নতুন এ ধারাটি কেন শুরু করা যাবে না এবং সংক্ষিপ্ত ভার্সনের ন্যায় সফল হবে না-তার কোন কারণ আমি দেখছি না।

খেলোয়াড়ী জীবনে এ পর্যন্ত ১০৩ ম্যাচে ৭২১৪ রান করা দীর্ঘ দেহী এ বাঁ-হাতি ওপেনার নিজের সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে।

গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আগামী বছর অস্ট্রেলিযার বিপক্ষে একটি দিবা-রাত্রির টেস্ট আয়োজন করতে চায় ভারত।
চলতি বছরই দিবা-রাত্রির টেস্ট খেলার কথা রয়েছে ভারত ওপাকিস্তানের। এমনকি বাংলাদেশ ও শ্রীলংকাও একই পদাঙ্ক অনুসরণ করার কথা বিবেচনা করছে।
১৪ মে, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে