শনিবার, ১৪ মে, ২০১৬, ১১:৫২:৪১

কাপালির প্রথম, কাপালির সেরা, কাপালির ১০০

কাপালির প্রথম, কাপালির সেরা, কাপালির ১০০

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ব্যাট হাতে যেমন, তেমনি আবার বল হাতে অনেকবারই চমক দেখিয়েছেন অলক কাপালি। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটের কোনো এক ম্যাচে বল হাতে ৫ উইকেট পেতে কেমন লাগে; এতদিন সেই স্বাদ জানা ছিল না বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের এই তারকা অলরাউন্ডারের। শনিবার (১৪ মে) প্রথমবারের মতো সেই স্বাদ পেলেন কাপালি।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) এদিন ষষ্ঠ রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাভারের বিকেএসপি মাঠের এই ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন গাজী গ্রুপের অধিনায়ক কাপালি। লেগ স্পিনের ভেল্কি দেখিয়ে কলাবাগান ক্রিকেট একাডেমিকে বলতে গেলে একাই কোণঠাসা করে ফেলেছেন তিনি।

ম্যাচে ১০ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন কাপালি। তার ঘূর্ণি বলের জাদুতে আগে ব্যাটিং করা কলাবাগান ক্রিকেট একাডেমির ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৮৬ রানে। ৪৭.২ ওভার ব্যাটিং করে অলআউট হয়েছে দলটি। জবাবে ৫৮ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অনুমিতভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে কাপালির হাতে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে ২ বার এক ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন কাপালি। সাভারের মাঠে তাই শনিবার ৫ উইকেট নেওয়ার সুবাদে লিস্ট ‘এ’ ক্যাটাগরির ম্যাচে নিজের সেরা বোলিং ইনিংসেরও দেখা পেয়েছেন তিনি।

এদিকে, প্রথমবারের মতো ৫ উইকেট প্রাপ্তির এই ম্যাচে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন অলক কাপালি। লিস্ট ‘এ’ ম্যাচে উইকেটের সেঞ্চুরি (১০০ উইকেট) পূর্ণ করেছেন তিনি। এই ১০০ উইকেটের মালিক হতে কাপালি খেলেছেন ১৭৬টি লিস্ট ‘এ’ ম্যাচ।-দ্য রিপোর্ট
১৪ মে, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে