রবিবার, ১৫ মে, ২০১৬, ০৫:৩৩:২১

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের প্রধান কে হচ্ছেন?

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের প্রধান কে হচ্ছেন?

স্পোর্টস ডেস্ক : শশাঙ্ক মনোহরের উত্তরসূরি বাছার কাজ শুরু করে দিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। পরবর্তী ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে কে বসবেন তা ঠিক করতেই আগামী ২২ মে মুম্বাইয়ের ভারতীয় ক্রিকেটের সদর দফতরে বিশেষ সাধারণ সভা ডাকলেন ভারতীয় বোর্ড সচিব অনুরাগ ঠাকুর।

আইসিসির চেয়ারম্যান পদে পূর্ণ দায়িত্ব নিয়ে বসার জন্য গত মঙ্গলবারই বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ার ছেড়েছেন শশাঙ্ক মনোহর। বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে কে বসবেন তা নিয়ে সরগরম ভারতের ক্রিকেটমহল। শশাঙ্ক মনোহরের উত্তরসূরি হিসাবে এগিয়ে রয়েছেন বোর্ড সচিব তথা হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর।

এছাড়াও দৌড়ে রয়েছেন সাবেক বিসিসিআই ও আইসিসি প্রেসিডেন্ট শারদ পাওয়ার এবং আইপিএল চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা রাজীব শুক্লা। কিন্তু সম্প্রতি ভারতের লোধা কমিটির সুপ্রিম সুপারিশে অনেকটাই ব্যাকফুটে পাওয়ার এবং শুক্লা। সেক্ষেত্রে অ্যাডভান্টেজ পেতেই পারেন অনুরাগ।

সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতের ক্রিকেট বোর্ডকে ‘ক্লিন’ করার উদ্দশ্যে ভারতের লোধা কমিশন যে সুপারিশ করেছে তাতে সত্তোর বছরের বেশি কোনও ব্যক্তি বোর্ড প্রেসিডেন্টের পদে বসতে পারবেন না। স্বাভাবিকভাবেই পাওয়ারের পুনঃরায় প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন প্রায় অবাস্তব!
১৫ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে